আজকালের প্রতিবেদন: পৃথিবীর দিকে দুরন্ত গতিতে ছুটে আসছে এক ‘দৈত্যাকৃতি’ গ্রহাণু।
১৬ মে রাত ২টো ৪৮ মিনিট নাগাদ সেটি পৃথিবীর খুব কাছে চলে আসবে। ১,৬০০ ফুট চওড়া এই গ্রহাণুটিকে মহাকাশ–বিজ্ঞানীরা চিহ্নিত করেছেন ক্রমিক–সংখ্যা ৩৮৮৯৪৫ দিয়ে। নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং, আইফেল টাওয়ার, স্ট্যাচু অফ লিবার্টি–র মতো বিশাল আকারের স্থাপত্যকেও পেছনে ফেলে দিতে পারে এই গ্রহাণুর আয়তন। গ্রহাণুটি যদি কোনওক্রমে পৃথিবীকে একবার ছুঁয়ে দেয়, তবে সর্বনাশ হয়ে যাবে বলে মনে করছেন নাসা–র বিজ্ঞানীরা। এক নিমেষে ধ্বংস হয়ে যেতে পারে এই সাজানো সভ্যতা। তবে এবার সে–আশঙ্কা নেই। কারণ, এখনও যা পরিস্থিতি তাতে মনে করা হচ্ছে এটি পৃথিবী থেকে ২৫ লক্ষ মাইল দূর দিয়ে বেরিয়ে যাবে। যা মহাকাশ–বিজ্ঞানের হিসেব অনুযায়ী প্রায় পৃথিবীর ‘কান ঘেঁষে’। বিজ্ঞানীরা বলছেন, বরাতজোরে এবার বেঁচে যাচ্ছে এই বিশ্ব। সূর্যকে প্রদক্ষিণ করার সময় প্রতি দু’বছরে একবার এই গ্রহাণুটি নিয়মমাফিক পৃথিবীর কাছে চলে আসে। ঠিক যেমন এসেছিল ২০২০–র মে মাসে। আর প্রতিবারই পৃথিবীর একেবারে পাশ দিয়ে বেরিয়ে যায়। ২০২০–তে পৃথিবী থেকে এর দূরত্ব ছিল ১৭ লক্ষ মাইল। ১৬ মে–র পর এটি আবার পৃথিবীর কাছাকাছি আসবে ২০২৪–এর মে মাসে। তখন পৃথিবী থেকে এর দূরত্ব হতে পারে প্রায় ৬৯ লক্ষ মাইল।
আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে ফের অনীহা ভারতের, আলোচনার মাধ্যমে সমাধান চায় দিল্লি
Debasree Roy: ‘আপাতত রাজনীতিতে নয়’, জানালেন দেবশ্রী
SSC Scam: ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পার্থ, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মামলা থেকে সরলেন দুই বিচারপতি
Police: বয়স্কদের সঙ্গে ভাব জমিয়ে প্রতারণা! নতুন চক্র ধরল কলকাতা পুলিশ
SSC: রক্ষাকবচ দিল না হাইকোর্ট, পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে পারবে সিবিআই