Nasa: প্রথম বারের ব্যর্থতা কাটিয়ে শনিবার চাঁদে স্পেসক্রাফট পাঠাতে তৈরি নাসা

আজকাল ওয়েবডেস্ক: ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ার কারণে কিছুদিন আগেই নিজেদের স্পেস লঞ্চ সিস্টেম ফিরিয়ে নিয়েছিল নাসা।

তার কয়েকদিনের মধ্যেই ফের নিজেদের প্রস্তুত করে শনিবার চাঁদে নিজেদের স্পেস লঞ্চ সিস্টেম পাঠাতে চলেছে এই আমেরিকান সংস্থা।চাঁদের উদ্দেশে রওনা দেওয়া এই রকেটের ওপরে থাকবে ওরিয়ন এয়ারক্রাফট। এই প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতে চাঁদে মানুষ পাঠানো অনেকটাই সহজ হয়ে যাবে বলে মনে করছেন নাসার বিজ্ঞানীরা। ভারতীয় সময় রাত ১১.৪৫-এ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের ৩৯বি লঞ্চপ্যাড থেকে রওনা দিতে চলেছে এই স্পেসক্রাফট। নাসার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ২৯ আগস্ট সোমবার স্পেসক্রাফটের যাত্রায় সমস্যা দেখা দেওয়ার পর তাতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। স্থানীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, এদিন স্পেস লঞ্চ হওয়ার সময় আবহাওয়া স্বাভাবিক থাকবে।

 

আরও পড়ুন: ইডেনে লেজেন্ডস লিগ থেকে নাম প্রত্যাহার করে নিলেন সৌরভ

আমেরিকান স্পেস সংস্থা রকেট লঞ্চ করার আগে প্রায় দু’ ঘণ্টা সময় দেবে। লক্ষ্য থাকবে একটাই- চাঁদ। নাসার প্রশাসনিক প্রধান বিল নেলসন জানিয়েছেন প্রথম প্রচেষ্টায় না যাওয়ার পরেই বিজ্ঞানীদের ওপর তাদের পুরোপুরি ভরসা রয়েছে। গত কয়েকদিনে নাসার ইঞ্জিনিয়াররা যেভাবে এই প্রকল্পের পিছনে সময় দিয়েছেন তাতে শনিবার স্পেসক্রাফটের লঞ্চে কোনও রকম অসুবিধা হওয়ার কথা নয়। ৪.১ বিলিয়ন টাকায় নাসার এই রকেট পাঠানোর পিছনে প্রধান লক্ষ্য ২০২৪ সালে চাঁদের কক্ষপথে  মহাকাশচারী পাঠানো আর ২০২৫ সালের মধ্যে চন্দ্রপৃষ্ঠে মানুষ পাঠানো।

আকর্ষণীয় খবর