আজকাল ওয়েবডেস্ক: সকাল থেকে মাথায় হাত পড়েছে ফেসবুক ব্যবহারকারীদের।
এদিন সকাল থেকে আচমকাই ফেসবুকে ফলোয়ারের সংখ্যা হু হু করে কমতে থাকে। তারকাদের ফলোয়ার সংখ্যা কমে দাঁড়িয়েছে আট নয় হাজারে। এই ঘটনার সঠিক কারণ কি তা এখনও পর্যন্ত জানা যায়নি। ফেসবুকের নতুন নাম মেটা হওয়ার পর মাঝে মধ্যেই সার্ভারে সমস্যা দেখা দিচ্ছে। তবে প্রত্যেকটিই এখনও পর্যন্ত ক্ষণস্থায়ী হয়েছে। ফলোয়ারের সমস্যা এখনও পর্যন্ত ঠিক হয়নি।
এমনকি মার্ক জুকারবার্গ নিজে ১১৯ মিলিয়ন ফলোয়ার খুইয়েছেন। তাঁর নিজের ফলোয়ার সংখ্যা নেমে দাঁড়িয়েছে ১০ হাজারে। সকালের দিকে তাঁর নিজের পেজও দেখা যাচ্ছিল না এমনটাও দেখা গিয়েছে। তারকারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের ফলোয়ারের সংখ্যার স্ক্রিনশট পোস্ট করে এই ঘটনার কথা লিখেছেন। তবে ঠিক কি কারণে এই গন্ডগোল তা এখনও পর্যন্ত জানা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক মেটা কর্তা জানিয়েছেন, সকাল থেকেই ফেসবুকে একটা সমস্যা দেখা দিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব ফলোয়ারের সংখ্যা আবার আগের অবস্থায় ফিরে আসবে।
Droupadi Murmu: নৈশভোজে গুণীজন সান্নিধ্যে বাঙালি খাবার উপভোগ করলেন রাষ্ট্রপতি
DA Protest: ৪৪ দিনের মাথায় অনশন প্রত্যাহার ডিএ আন্দোলনকারীদের
Aajkaal: ৪৩-এ পা, ঐক্যবদ্ধ হয়ে এগনোর শপথ নিল আজকাল
Droupadi Murmu- Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রপতি, নেতাজি ইন্ডোরে আদিবীসীদের সঙ্গে নাচলেন মমতা