Los Angeles: উইকেন্ডের পুজো আসলে বাঙালির মিলনমেলা, লস অ্যাঞ্জেলেস থেকে লিখলেন বাবলি চক্রবর্তী

বাবলি চক্রবর্তী: আমেরিকাতে যত না নির্ঘন্ট মেনে পুজো হয়, তার থেকে বেশি হয় বাঙালিদের সুবিধে অনুযায়ী।

অর্থাৎ শনি-রবিবারে। আর পুজো মানেই ভুরিভোজ, নাচ-গান-নাটক, শাড়ির স্টল এবং অবশ্যই জমাটি আড্ডা। করোনার আতঙ্কে গত বছরের পুজোটা প্রবাসীদের প্রায় মাঠে মারা গিয়েছিল। এবছর তাই টিকার দুটি ডোজ নিয়ে দ্বিগুণ উৎসাহে ঝাঁপিয়ে পড়েছেন আঠেরো থেকে আশি সবাই। পুজোর আগে গত দু'মাস ধরে রিহার্সাল চলেছে অনুষ্ঠানের। পুজো প্রাঙ্গণে ঢাকের তালে কোমর দোলে থেকে ধুনুচি নাচ সবই হয়েছে। অনেকদিন পরে সাজগোজের উপলক্ষ্য পেয়ে বেজায় খুশি প্রবাসিনীরা। এমনকি বিদেশিনী বধূরাও বাঙালি সাজে মায়ের আরাধনায় কোমর বেঁধে লেগেছেন। বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ সাদার্ন ক্যালিফোর্নিয়া হোক কী দক্ষিণী বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া, কচিকাঁচাদের আনন্দ বাঁধনহারা। অনভ্যস্ত শাড়ি আর পাঞ্জাবির সাজে শিকড়ে ফেরার আকাঙ্ক্ষা। গত বছরের পুজোয় না পাওয়া আনন্দটা তাই চেটেপুটে উপভোগ করলেন সকলে মিলে। 

আকর্ষণীয় খবর