Weather Forecast: নামছে পারদ! কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা? হাওয়া অফিসের কথায়...

আজকাল ওয়েবডেস্ক: আর দু'দিন।

তারপরই নারীশক্তির দেবী মা কালীর পুজো। এদিকে দিনদিন নামছে পারদ। রাজ্যজুড়ে শীতের আমেজ। অবশ্য কালীপুজোর সময় যে একটু ঠাণ্ডা পড়বে, তা জানা কথা। তবে এবছর সময়ের আগেই ঢুকে পড়েছে শীত। কলকাতায় আরও ১ ডিগ্রি নেমেছে রাতের তাপমাত্রা। এরই মধ্যে আবার মাঝেমধ্যে মেঘলা আকাশ। তাহলে কালীপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত আবহাওয়ায় কেমন থাকবে? বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি? এই প্রশ্ন সবার মনেই আসছে তাই না? দেখুন কী বলছে হাওয়া অফিস।

আরও পড়ুন: একটা তুবড়ি, আর শেষ পুরো পরিবার!

সকালে রাজ্যজুড়ে আংশিক কুয়াশা দেখা দিচ্ছে। মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং এবং সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পাহাড়েও ১০ ডিগ্রির নিচে পারদ। আগামী কয়েকদিনে আরও নামতে চলেছে পারদ। এরকম পরিস্থিতিতে সোয়েটার পড়তেই হবে। তবে কালীপুজোর সময় রাজ্যজুড়ে আর বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে ঠান্ডা আরও পড়তে চলেছে বলে স্পষ্ট জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

আকর্ষণীয় খবর