আজকাল ওয়েবডেস্ক: আজ কালীপুজো।
তারাপীঠে ভক্তদের সমাগম। তারাপীঠ মন্দিরে সাড়ম্বরে রীতি মেনে বিশেষ পুজোর আয়োজন। তার আগে ভোরে স্নানের পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে রাজবেশে সাজিয়ে তোলা হয়েছে। তারপর মঙ্গলারতি। এরপর দুপুরে ভোগ নিবেদন করা হবে মাকে। ভোগের শেষে ভৈরবকে স্নান করানো হবে ৮০ কেজি দুধ দিয়ে। সন্ধেয় সন্ধ্যারতির পর রাতে বিশেষ নিশিপুজোর আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে।
আরও পড়ুন: খুলে গিয়েছে দক্ষিণেশ্বরের দরজা, রাতভর পুজো দেওয়া যাবে, তবে মানতে হবে এই নিয়মগুলি
তারাপীঠে তারা মায়ের আরাধনা হয় তন্ত্রমতে। কথিত আছে, বশিষ্ঠ মুনি একবার দেবীর মাতৃরূপ দর্শন করতে চান। তখন দেবী মাতৃরূপে দর্শন দেন তাঁকে। এখানেই তপস্যা করে সিদ্ধিলাভ করেন তারামায়ের ভক্ত বামাক্ষ্যাপা। তাই এটি সিদ্ধ পীঠ নামেও পরিচিত।
Debasree Roy: ‘আপাতত রাজনীতিতে নয়’, জানালেন দেবশ্রী
SSC Scam: ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পার্থ, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মামলা থেকে সরলেন দুই বিচারপতি
Police: বয়স্কদের সঙ্গে ভাব জমিয়ে প্রতারণা! নতুন চক্র ধরল কলকাতা পুলিশ
SSC: রক্ষাকবচ দিল না হাইকোর্ট, পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে পারবে সিবিআই