Kali Puja: দশমহাবিদ্যা রূপে পূজিত হন মা, সেজে উঠেছে ৫১ সতীপীঠের অসমের কামাখ্যা মন্দির

আজকাল ওয়েবডেস্ক: আজ নারীশক্তির দেবী মা কালীর পুজো।

অমাবস্যা তিথি অনুযায়ী সকালেই অমাবস্যা লেগে গিয়েছে। শুভ শক্তির হাতে অশুভ শক্তির পরাজয়। প্রতিবছরের মতো এবারও কালীপুজোয় সেজে উঠেছে ৫১ সতীপীঠের অসমের কামাখ্যা মন্দির। দশমহাবিদ্যা রূপে মা পূজিত হন। তবে অতিমারি পরিস্থিতিতে রয়েছে কড়া বিধিনিষেধ। ভ্যাকসিনের দুটো ডোজ না নেওয়া থাকলে মন্দিরের গর্ভগৃহে প্রবেশে মিলবে না। 

কালীপুজো উপলক্ষে সকাল থেকে শুরু হয়েছে নিত্যপুজো। তারপর একে একে হচ্ছে মাননি পুজো, মহা লক্ষ্মীপুজো, কুবের পুজো। সন্ধেতে রয়েছে বিশেষ আরতি। মা-র দর্শনে মন্দির চত্বরে ভক্তদের ভিড়। পশ্চিমবঙ্গ থেকেও অনেক ভক্ত পৌঁছে গিয়েছেন কামাখ্যায়। মন্দির সাজানো হয়েছে প্রদীপের আলোয়। সঙ্গে চলছে শ্রুতিমধুর ভজন-কীর্তন। 

আরও পড়ুন: খুলে গিয়েছে দক্ষিণেশ্বরের দরজা, রাতভর পুজো দেওয়া যাবে, তবে মানতে হবে এই নিয়মগুলি

১৬৬৫ সালে কোচবিহারের মহারাজা নরনারায়ণ নীলাচল পাহাড়ের কোলে এই মন্দির নির্মাণ করেছিলেন। এখানে মা দশমহাবিদ্যা রূপে পূজিত হন। রয়েছে বলিপ্রথাও। কথিত আছে, বশিষ্ঠ মুনি এক সময় এই কামাখ্যাতে যজ্ঞ করেছিলেন।

আকর্ষণীয় খবর