আজকাল ওয়েবডেস্ক: অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, স্কুলের বাচ্চাদের সঙ্গে ক্লাসে বসে পাঠ নিচ্ছে একটি মেয়ে ল্যাঙ্গুর। অন্ধ্রপ্রদেশের কারনুল জেলার ভেগালামপল্লী এলাকার একটি সরকারি স্কুলে এই ছবি ধরা পড়েছে। বাচ্চাদের সঙ্গে বসে এই পাঠ নেওয়ার ছবি ভাইরাল হতেই ভিড় জমছে স্কুলে।
এই মেয়ে ল্যাঙ্গুরের নাম লক্ষ্মী। ক্লাসের সহকর্মীরা তাকে এই নামেই ডাকে। একইরকমভাবে লক্ষ্মী অত্যন্ত মন দিয়ে পাঠ নিয়ে চলেছে দিনের পর দিন। স্কুলের সব বাচ্চাই তার বন্ধু হয়ে উঠেছে। শিক্ষক–শিক্ষিকাদের কোনও আপত্তি নেই ক্লাসে তাকে বসতে দিতে। কারণ সে শান্তভাবে অত্যন্ত মন দিয়ে পাঠ নিয়ে চলেছে। কাউকে বিরক্ত তো করছেই না উলটে সহপাঠীর মতো আচরণ করে।
শুধু ক্লাসই করছে তা নয়। সকালের প্রার্থনাতেও যোগ দেয় সে। কারও ক্ষতি করে না। অথচ সবার নিরাপত্তাও দিয়ে থাকে। সবার সঙ্গে ল্যাঙ্গুর লক্ষ্মী টিফিনের সময় টিফিন খায়। খেলার সময় খেলা করে। আর পড়ার সময় পড়ে। এই লক্ষ্মী ক্লাসে আসার পর থেকে ছাত্রদের উপস্থিতির হার অনেক বেড়ে গিয়েছে বলেই খবর।