আজকাল ওয়েবডেস্ক: ‘মেয়েরা আজকাল যুদ্ধবিমান চালাচ্ছেন।
আমি মেয়ে হয়ে একটা বাস চালাতে পারব না। ট্যাবুটা ভাঙতে চেয়েছিলাম।’ গড়গড়িয়ে বলে গেলেন পূজা দেবী। জম্মু ও কাশ্মীরের প্রথম মহিলা বাস ড্রাইভার।
কাঠুয়ার মেয়ে পূজা দেবী। বৃহস্পতিবার প্রথম নিজের শহর থেকে জম্মু পর্যন্ত বাস চালালেন। পাশে ছোট্ট ছেলেকে নিয়ে। রাস্তা কিন্তু খুব সহজ নয়। উচু–নীচু। এবড়ো–খেবড়ো। সেই রাস্তায় শিশুপুত্রকে পাশে বসিয়ে অবলীলায় চালিয়ে গেলেন বাস।
আপাতভাবে মনে হলেও কাজটা সহজ নয়। এমনকী এতদূর আসাটাও সহজ ছিল না পূজার। ছোট থেকে ইচ্ছে ছিল বাস চালাবেন। পরিবার একেবারেই মানতে পারেনি মেয়ের ইচ্ছা। প্রচুর বাধা দিয়েছেন স্বজনরা। মানেননি পূজা দেবী। এদিকে সঙ্গতি একেবারেই ছিল না। পড়াশোনাও বেশি করেননি, যে অন্য চাকরি করে সংসার চালাবেন।
অগত্যা সকলে মেনে নেন। প্রথমে ট্যাক্সি চালাতেন। ট্রাকও চালিয়েছেন কয়েক বার। জম্মু থেকে ভারি যান চালানোর প্রশিক্ষণ নেন। তখন মাসে ১০ হাজার টাকা পেতেন। প্রশিক্ষণ শেষে বাস ইউনিয়নের কাছে আবেদন করেন। কাজ পেয়ে যান দুই সন্তানের মা। মেয়েদের একটাই কথা বলতে চান, ‘স্বপ্ন দেখা ছেড়ো না।’
Paresh Adhikari: দীর্ঘক্ষণ জেরার পরেও নিস্তার নেই, শনিবার ফের নিজাম প্যালেসে তলব করা হল পরেশ অধিকারীকে
Book: ফুটপাতে জনগণের জন্য ফ্রিজ বসিয়েছেন, এবার তৌসিফের লক্ষ্য বাস স্টপে বুক শেলফ
KMC: শহরের বহুতলে স্পট মিউটেশন শুরু করবে কলকাতা পুরসভা
Nirmal Majhi: রোগী কল্যাণ সমিতিতে নির্মল মাজির জায়গায় এলেন সুদীপ্ত রায়