আজকাল ওয়েবডেস্ক: ‘মেয়েরা আজকাল যুদ্ধবিমান চালাচ্ছেন।
আমি মেয়ে হয়ে একটা বাস চালাতে পারব না। ট্যাবুটা ভাঙতে চেয়েছিলাম।’ গড়গড়িয়ে বলে গেলেন পূজা দেবী। জম্মু ও কাশ্মীরের প্রথম মহিলা বাস ড্রাইভার।
কাঠুয়ার মেয়ে পূজা দেবী। বৃহস্পতিবার প্রথম নিজের শহর থেকে জম্মু পর্যন্ত বাস চালালেন। পাশে ছোট্ট ছেলেকে নিয়ে। রাস্তা কিন্তু খুব সহজ নয়। উচু–নীচু। এবড়ো–খেবড়ো। সেই রাস্তায় শিশুপুত্রকে পাশে বসিয়ে অবলীলায় চালিয়ে গেলেন বাস।
আপাতভাবে মনে হলেও কাজটা সহজ নয়। এমনকী এতদূর আসাটাও সহজ ছিল না পূজার। ছোট থেকে ইচ্ছে ছিল বাস চালাবেন। পরিবার একেবারেই মানতে পারেনি মেয়ের ইচ্ছা। প্রচুর বাধা দিয়েছেন স্বজনরা। মানেননি পূজা দেবী। এদিকে সঙ্গতি একেবারেই ছিল না। পড়াশোনাও বেশি করেননি, যে অন্য চাকরি করে সংসার চালাবেন।
অগত্যা সকলে মেনে নেন। প্রথমে ট্যাক্সি চালাতেন। ট্রাকও চালিয়েছেন কয়েক বার। জম্মু থেকে ভারি যান চালানোর প্রশিক্ষণ নেন। তখন মাসে ১০ হাজার টাকা পেতেন। প্রশিক্ষণ শেষে বাস ইউনিয়নের কাছে আবেদন করেন। কাজ পেয়ে যান দুই সন্তানের মা। মেয়েদের একটাই কথা বলতে চান, ‘স্বপ্ন দেখা ছেড়ো না।’
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান