আজকাল ওয়েবডেস্ক: ৩০ জুনে তাঁর বয়স ১২২ বছর ৩২৬ দিন।
বিশ্বের প্রবীণতম মানুষের তকমা পেলেন পুয়ের্তো রিকোর এমিলিও ফ্লোরেস মারকুয়েজ। সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে তাঁর নাম উঠল গিনেস বুকে। জানা গিয়েছে, ১৯০৮ সালে স্যান জুয়ানের পূর্বাঞ্চলের ক্যারোলিনায় জন্মগ্রহণ করেন এমিলিও। তাঁরা মোট ১১ ভাইবোন। তাদের মধ্যে সবচেয়ে বড় ছিলেন তিনি। ছোট থেকেই কঠোর পরিশ্রমী ছিলেন এমিলিও। বাবার সঙ্গে আখের ক্ষেতে কাজ করতে যেতেন তিনি।
দীর্ঘ ৭৫ বছরের বিবাহিত জীবনের পর ২০১০ সালে তাঁর স্ত্রীর মৃত্যু হয়। তাঁর মোট ৪ সন্তান ছিল। তাদের মধ্যে বর্তমানে দু’জন জীবিত রয়েছেন। তাদের সঙ্গেই থাকেন এমিলিও। রয়েছেন পাঁচ নাতি-নাতনিও।
দীর্ঘ আয়ুর রহস্য জানতে চাইলে এমিলিও বলেন, ‘আমার বাবা আমাকে ভালোবেসে বড় করেছেন এবং সবাইকে ভালোবাসতে শিখিয়েছেন। আমাদের ভাইবোনদের সব সময় ভাল কিছু করতে বলতেন। আর সবকিছু সবার সঙ্গে ভাগ করে নিতে বলতেন।’
বর্তমানে ভালই রয়েছেন তিনি। এমিলিওর এই দীর্ঘ আয়ুর খবর প্রকাশ্যে আসতেই তাজ্জব গোটা দুনিয়া। যা ভাইরাল হয়েছে ইতিমধ্যেই।
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান