আজকাল ওয়েবডেস্ক: বেআইনি নির্মাণ ভাঙার প্রতিবাদ! ছাদের ওপর থেকে ছ’মাসের শিশুকন্যাকে ছুড়ে ফেলল বাবা। দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরের কাছে কাওয়াদএসি শহরতলির ঘটনা।
ওই এলাকায় ৯০টি অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঝামেলা চলছিল প্রশাসনের। ১৫০ জনের একটি সরকারি কর্মীর দল ওই এলাকায় বৃহস্পতিবার সকালে গেলে বিবাদ চরমে ওঠে। পুলিসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এক স্থানীয় বাসিন্দা।
নিজের মেয়েকে নিয়ে বাড়ির ছাদে উঠে যান তিনি এবং হুমকি দিতে থাকেন, পুলিস সরে না গেলে ছ’মাসের কন্যাসন্তানটিকে নীচে ছুড়ে ফেলে দেবেন তিনি। যদিও তাতে পিছু হঠেননি। এক পুলিসকর্মী ওই শিশুটিকে উদ্ধার করতে গেলে তাকে নীচে ছুড়ে ফেলেন ওই যুবক।
ভাগ্য সহায় থাকায় শিশুটিকে অক্ষত অবস্থায় লুফে নেন নীচে দাঁড়ানো আর এক পুলিসকর্মী। ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা আনা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের কথায়, বিক্ষোভকারীদের একাংশ নাকি বারবার শিশুটিকে ছুড়ে ফেলার জন্য উৎসাহ দিচ্ছিল।