অর্ঘ্য দে, শিলিগুড়ি, ৯ জুলাই
উত্তরবঙ্গে সফরে এসে দলের সংগঠনকে শক্তিশালী করতে ছুটে বেড়াচ্ছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। আলিপুরদুয়ার–জলপাইগুড়ি হয়ে বৃহস্পতিবার শিলিগুড়িতে এসে দলীয় বৈঠক করেন তিনি। বৈঠক থেকে বুথে–বুথে মানুষের পাশে থাকতে নেতা–কর্মীদের বার্তা দিয়েছেন তিনি। এদিন তিনি বলেন, ‘লকডাউনের বাজারে বিজেপি–র নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। ময়দানে আছে শুধু তৃণমূল কংগ্রেস।’ মৈনাক ট্যুরিস্ট লজে এদিনের বৈঠকে ছিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব, দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি রঞ্জন সরকার–সহ অন্য নেতারা। জেলায় সংগঠনকে শক্তিশালী করতে আগামিদিনে বুথ ভিত্তিক কর্মসূচির ওপর জোর দেন অরূপ। শিলিগুড়ি মহকুমায় কোন বুথে কতজন তৃণমূলের কর্মী–সমর্থক রয়েছেন, তা নিয়ে একটা পূর্ণ সমীক্ষা করার কথাও জানিয়েছেন তিনি। অরূপের নির্দেশ, ‘প্রত্যেক বুথের হিসেব করতে হবে। কোন বুথে কতজন আমাদের কর্মী আছেন, তার বিস্তারিত সমীক্ষা করতে হবে।’