সঞ্জয় বিশ্বাস,দার্জিলিং: পাহাড়ে পুড়ল বিজেপি–র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কুশপুতুল। গোর্খা জনমুক্তি মোর্চার যুব সংগঠনের নেতারা বৃহস্পতিবার হুঁশিয়ারি দিয়ে জানান, দিলীপ ঘোষ পাহাড়ে উঠলে তাঁর মুখে কালি লেপে দেওয়া হবে। সম্প্রতি দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যে পাহাড়েও প্রতিবাদের ঢেউ উঠেছে। এমনিতেই বিজেপি–র ওপর বেজায় খাপ্পা পাহাড়ের মানুষ। পাহাড়ের আন্দোলনের সময় বিজেপি নেতাদের কাছে পাননি তাঁরা, গোর্খাল্যান্ডের টোপ দিলেও এখন সে বিষয়ে কেন্দ্রের নেতারা চুপ, উপরন্তু এনআরসি করায় অসমে ১ লক্ষ গোর্খার নাম বাদ পড়েছে। এতে বিজেপি–কে আর বিশ্বাসই করতে পারছেন না পাহাড়বাসী। এরই মধ্যে দিলীপ ঘোষ নদিয়ায় একটি জনসভায় বিরোধী আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর কথা বলে বিতর্ক আরও উসকে দিয়েছেন। তিনি বিরোধী বুদ্ধিজীবীদের আবার ‘ননসেন্স’ও বলেছেন। এ সব নিয়ে এদিন পাহাড়েও প্রতিবাদ হয়। অন্যদিকে, বিনয় তামাংও বলেন, ‘দিলীপ গোর্খা শহিদদেরও অসম্মান করেছেন। তিনি বক্তব্য না ফেরালে আরও বড় আন্দোলন হবে।’
দার্জিলিঙে জ্বলছে দিলীপ ঘোষের কুশপুতুল। ছবি: প্রতিবেদক