আজকাল ওয়েবডেস্ক: স্বামীকে অপহরণ করে নিয়ে গেছে মাওবাদীরা।
ভিডিওবার্তায় অনেক আকুতি জানিয়েছিলেন। লাভ হয়নি। শেষে ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নিয়ে ফেললেন স্ত্রী। আড়াই বছরের শিশুকে কোলে নিয়ে নিজেই ঢুকে পড়লেন জঙ্গলে। উদ্দেশ্য, স্বামীকে খুঁজে বের করা। শেষ পর্যন্ত স্বামীকে ছেড়েছে মাওবাদীরা। কিন্তু এখনও ঘরে ফিরতে পারেননি তরুণী। ছত্তিশগড়ের ঘটনা।
অপহৃতের নাম অশোক পাওয়ার। তাঁর স্ত্রীর নাম সোনালি। আড়াই এবং পাঁচ বছরের দু’টি মেয়ে রয়েছে তাঁদের। আদতে তাঁরা মধ্যপ্রদেশের বাসিন্দা। অশোক একটি বেসরকারি নির্মাণ সংস্থার ইঞ্জিনিয়ার। নির্মাণের কাজেই ছত্তিশগড়ে এসেছিলেন তিনি। সেখান থেকেই ১১ ফেব্রুয়ারি তাঁকে অপহরণ করে মাওবাদীরা।
অশোকের সঙ্গে তাঁর এক সহকর্মী আনন্দ যাদবকেও অপহরণ করা হয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। খোঁজ শুরু হয়। কিন্তু সোনালি চুপ করে বসে থাকেননি। প্রথমে ভিডিও বার্তায় আর্তি জানিয়েছেন মাওবাদীদের। তাতে কাজ হয়নি। তাই রবিবার নিজেই ঢুকে পড়েন জঙ্গলে। বিজাপুর এবং নারায়ণপুরের সীমান্ত দিয়ে প্রবেশ করেন আবুজাবাদ জঙ্গলে। সেখানে মাওবাদীরা সক্রিয়।
মঙ্গলবার অশোক এবং আনন্দকে মুক্তি দেয় মাওবাদীরা। তাঁরা বিজাপুরের কুতরুতে এসে পৌঁছেছেন। তবে সোনালি এখনও জঙ্গলে। তাঁর সঙ্গে যোগাযোগ রাখছে পুলিশ।
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা