Viral: মেট্রোতে 'মঞ্জুলিকা'! আতঙ্কিত যাত্রীরা, ভয়ে পালাচ্ছেন অন্য কামরায়, ভাইরাল ভিডিও

আজকাল ওয়েবডেস্ক: দিন কয়েক আগেই রাজস্থানের এক পুরনো হাভেলিতে 'মঞ্জুলিকা'র দেখা পাওয়া গিয়েছিল।

এবার মেট্রোতে। তবে কোন শহরের তা জানা যায়নি। কিন্তু 'মঞ্জুলিকা'র এমন কীর্তি দেখে কেউ হেসে লুটোপুটি খাচ্ছেন, তো কেউ কেউ বড্ড বিরক্ত। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে, 'ভুল ভুলাইয়া' সিনেমার 'মঞ্জুলিকা'র মতো সেজে এক তরুণী মেট্রোতে উঠেছেন। এলোমেলো চুল। ধেবড়ে আছে মেকআপ। পরনে লাল পেড়ে হলুদ শাস্ত্রীয় নৃত্যের পোশাক। 'মঞ্জুলিকা'র স্বরে কথা বলতে বলতে মেট্রোর যাত্রীদের ভয় দেখাচ্ছেন তিনি। কেউ কেউ সিটে বসেই মুখ চেপে হাসছেন। আবার কেউ ভয় অন্য কামরায় পালিয়ে যাচ্ছেন। ফাঁকা সিট পেয়ে সেখানে বসেই ভয় দেখাচ্ছেন। 

ভিডিওটি ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের। কেউ লিখেছেন, 'এত ভাল অভিনয় জানেন। সেটা মেট্রোতে না দেখিয়ে, মঞ্চে দেখান। অভিনয়ের জন্য সেটাই আদর্শ স্থান।' আবার কেউ লিখেছেন, 'এমন পোশাকে মেট্রোর সিকিউরিটি গার্ডরা কীভাবে ঢুকতে দিলেন?' 

আকর্ষণীয়খবর