আজকাল ওয়েবডেস্ক: তাঁর দেওয়া উপদেশ গ্রহণ করছে না বিজেপি। এই নিয়ে হতাশা প্রকাশ করলেন কংগ্রেস নেতা পি চিদম্বরম। উপদেশের মোড়কে চ্যালেঞ্জ জানিয়েছিলেন চিদম্বরম। পাঁচ বিরোধীর সঙ্গে প্রকাশ্য তর্ক চলুক সিএএ নিয়ে।টিভিতে হোক সম্প্রচার। এরপর সিএএ হবে কি হবে না, তার সিদ্ধান্ত দেশের মানুষের ওপর ছেড়ে দেওয়া হোক। কিন্তু এই তর্কানুষ্ঠানের কোনও উদ্যোগ নিচ্ছে না দেখে বিজেপির সমালোচনা করলেন কংগ্রেস নেতা। মঙ্গলবার তিনি টুইটারে লিখলেন, ‘বলেছিলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেন নিজেই পাঁচ বক্তাকে বেছে নেন বিরোধী দল থেকে। একটা প্রশ্নোত্তর সভার আয়োজন করুন তিনি। কথা হোক স্পষ্ট। টিভিতে সরাসরি দেখানো হোক সেই কথোপকথন। তারপর দেশের নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিন। কিন্তু তাঁরা কেন আমার কথা শুনছেন না জানি না।’ দু’দিন আগে একটি সভায় স্বরাষ্ট্রমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বিরোধী দলের নেতৃত্বদের দিকে। তাঁর উত্তরেই পি চিদম্বরম এই উপদেশের কথা তুললেন। তিনি বললেন, ‘দেশের পড়ুয়া, শিক্ষাবিদ, শিল্পী, লেখকমহল এটাই তো চাইছে ১২ ডিসেম্বর থেকে। কথা বলার চেষ্টাই চলছে। কিন্তু সরকার এই পদ্ধতির কথা এড়িয়ে যাচ্ছে।’