আজকাল ওয়েবডেস্ক: আফগানিস্তানে ব্যবহৃত মার্কিন সামরিক সরঞ্জামের দেখা মিলল ভারত–পাকিস্তানের নিয়ন্ত্রণরেখার জঙ্গি ঘাঁটিতে।
এই ঘটনায় নড়েচড়ে বসেছে ভারতীয় সেনা। মেজর জেনারেল অজয় চান্দপুরিয়া একথা জানিয়েছেন। তাঁর কথায়, ‘নিয়ন্ত্রণরেখায় নিকেশ হওয়া জঙ্গিদের কাছ থেকে যে অস্ত্র ও ডিভাইস পাওয়া গিয়েছে সেগুলি সচরাচর পাওয়া যায় না। মার্কিন সেনা ছেড়ে চলে যাওয়ার পরে এগুলি আফগানিস্তানে ছিল। আমাদের মনে হচ্ছে, কেবল জঙ্গিদের কাছেই নয়, এই অস্ত্রগুলি কাশ্মীরেও ঢুকেছে।’ কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেনা আধিকারিক জানিয়েছেন, এই মুহূর্তে কাশ্মীরে ১৫০ থেকে ২০০ জঙ্গি সক্রিয় রয়েছে। তাদের মধ্যে ৪০ থেকে ৪৫ শতাংশই পাকিস্তানি। তবে স্থানীয়দের জঙ্গি দলের অন্তর্গত করার পরিমাণ কমেছে বলে জানিয়েছেন তিনি। আগের থেকে তা এক–তৃতীয়াংশ হয়ে গিয়েছে বলেই দাবি করেছেন মেজর চান্দপুরিয়া। তবে আগামীদিনেও যে পাকিস্তানের থেকে সতর্ক থাকতে হবে, সেকথা বলেছেন তিনি। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেও যে নিয়মিত অনুপ্রবেশ করার চেষ্টা করছে জঙ্গিরা, সেই আশঙ্কাও প্রকাশ করেন চান্দপুরিয়া।
আরও পড়ুন: ‘বাংলায় সিএএ কার্যকর হবেই’, সুকান্তর দাবিকে গুরুত্বই দিলেন না অধীর ও শান্তনু সেন
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান