আজকাল ওয়েবডেস্ক: জন্মদিনের কেক কাটার ‘অস্ত্র’ ছুরি। এখন আর ধাতুর নয়, কেকের দোকান থেকেই পাওয়া যায় প্লাস্টিকের ছুরি। কিন্তু যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের রকমসকমই আলাদা। সেখানে এক যুবক কেক কাটল পিস্তল দিয়ে।
অবিশ্বাসের কিছু নেই। উত্তরপ্রদেশের হাপুর জেলার একটি ২০ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। তাতেই দেখা যাচ্ছে, লাল সোয়েটার পরা এক যুবক দেশি পিস্তল দিয়ে কেক কাটছে। কেক কাটার মুহূর্তে চলছে প্রবল হাততালি এবং হর্ষধ্বনি। কয়েক মুহূর্ত পর আর এক যুবক এসে লাল সোয়েটার পরা যুবকের হাত ধরে কেক কাটে।
ভিডিওটা ভাইরাল হয়েই হয়েছে বিপত্তি। হাপুর জেলার পুলিশ সক্রিয় হয়ে দু’জনকেই গ্রেপ্তার করেছে। হাপুর পুলিশের টুইটার হ্যান্ডল থেকে দু’জনের ছবি সমেত সমস্ত ঘটনার বিবরণ দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে দেশি পিস্তলটি।
ছবি সূত্র: টুইটার