আজকাল ওয়েবডেস্ক: বন্যায় ভাসছে অসম।
৫৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। মারা যাচ্ছেন বহু মানুষ। আর রাজ্যের শাসক দল বিজেপি মহারাষ্ট্রের সরকার ফেলতে ব্যস্ত। শিবসেনা বিধায়কদের তুলে এনে হোটেল ভাড়া করে রাখছে। খরচ করছে। এই অভিযোগ তুলেই গুয়াহাটির হোটেলের বাইরে বিক্ষোভ দেখাল তৃণমূল।
এখন গুয়াহাটির র্যাডিসন ব্লু হোটেলে রয়েছেন শিবসেনা বিধায়ক একনাথ শিণ্ডে সহ বিক্ষুব্ধ বিধায়করা। সেই হোটেলের বাইরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। নেতৃত্বে অসমের তৃণমূল প্রধান রিপুন বোরা। স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। চিৎকার করে বলেন, রাজ্যে বন্যা পরিস্থিতির দিকে নজর নেই অসম সরকারের। মহারাষ্ট্রে শিবসেনা সরকার ভাঙতে সব টাকা খরচ করছে।
প্রসঙ্গত এক মাসেরও বেশি সময় ধরে বন্যায় ভাসছে অসম। মারা গিয়েছেন ৮৫ জন। হাজার হাজার বাড়ি ভেঙে পড়েছে। শিবিরে আশ্রয় নিয়েছেন কয়েক লক্ষ মানুষ। লক্ষ লক্ষ হেক্টর চাষজমি জলের নীচে। এর মধ্যেই গুয়াহাটির র্যাডিসন ব্লু হোটেলে বুধবার থেকে আশ্রয় নিয়েছেন একনাথ শিণ্ডে। তাঁর দাবি, ৪০ জন বিধায়ক তাঁর সঙ্গে। ৩৭ হচ্ছে ম্যাজিক ফিগার। অর্থাৎ ৩৭ জন শিবসেনা ছাড়লেই তাদের সরকার পড়বে। এর মধ্যেই মুখ্যমন্ত্রীর বাসভবন ছেড়ে চলে গিয়েছেন উদ্ধব ঠাকরে।
#WATCH | Members and workers of Assam unit of TMC protest outside Radisson Blu Hotel in Guwahati where rebel Maharashtra MLAs, including Shiv Sena's Eknath Shinde, are staying.
— ANI (@ANI) June 23, 2022
Party's state president Ripun Bora is leading the protest here. pic.twitter.com/rfoD0fQSKU
Sudipta Sen: ‘টাকা নিয়েছেন’, শুভেন্দুর বিরুদ্ধে এবার ‘ব্ল্যাকমেলের’ অভিযোগ আনলেন সুদীপ্ত সেন
Roddur Roy: কী কাণ্ড! কলকাতার পুজোয় এবার মহিষাসুরের জায়গায় রোদ্দুর রায়, মূর্তি গড়ার প্রস্তুতিও শুরু!
Patient Stuck in Carnish: হাসপাতালের কার্নিশ থেকে হাত ফসকে পড়ে গেলেন মানসিক রোগী! চাঞ্চল্য মল্লিকবাজারে
ছোট্ট গ্যারাজে পথচলা শুরু টেকনো ইন্ডিয়ার, ২৫ বছরে স্বপ্নের স্বপ্নপূরণ নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের