আজকাল ওয়েবডেস্ক: লক্ষ্য দিল্লি।
তাই তৃণমূলের নতুন কর্মসমিতির পরবর্তী বৈঠক দিল্লিতেই হবে। ১০ মার্চ উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া ও মণিপুরের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। সেই ফল প্রকাশের পরই দিল্লিতে কর্মসমিতির বৈঠকে বসবেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। পাঁচ রাজ্যের ফলের ওপর ভিত্তি করেই জাতীয়স্তরে পরবর্তী ঘুঁটি সাজাতে পারে তৃণমূল।
উল্লেখ্য, বাংলায় তৃতীয়বার ক্ষমতা দখল করার পর থেকেই অন্যান্য রাজ্যে সংগঠন বিস্তারে নেমেছে তৃণমূল। গোয়াতেও প্রার্থী দিয়েছে তারা। ত্রিপুরায় পুরভোটেও লড়েছিল তৃণমূল। ২০২৪-এর লোকসভা ভোটকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে প্রধান প্রতিপক্ষ হতে চাইছে তারা। এই পরিস্থিতিতে তাই জাতীয় কর্মসমিতির পরবর্তী বৈঠক দিল্লিতে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: গরু পাচার কাণ্ডে নয়া মোড়! এনামুল হককে গ্রেপ্তার করল ইডি
এদিকে শুক্রবার কালীঘাটে কর্মসমিতির প্রথম বৈঠক ছিল। সেখানে জাতীয় পরিস্থিতি, ভিনরাজ্যের সংগঠন, বিজেপির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীদের জোট-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তৃণমূল সুপ্রিমো। এই বৈঠকেই কর্মসমিতির পদাধিকারীদের নাম ঘোষিত হয়েছে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদেই অভিষেককে পুনর্বহাল করা হয়েছে।
Fugitive: বাংলাদেশের ‘নীরব মোদি’ পিকে হালদারের বিপুল সম্পত্তির খোঁজ কলকাতার বুকে!
Roddur Roy: কবি মমতা ব্যানার্জির পুরস্কার নিয়ে অপমানজনক মন্তব্য! রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের
CID: কলকাতায় তিন ভুয়ো কলসেন্টারে হানা সিআইডির, গ্রেপ্তার ২০
Babul Supriyo: কাটল জটিলতা, জয়ের ২৫ দিন পর শপথ নিলেন বিধায়ক বাবুল