আজকাল ওয়েবডেস্ক: আগামীকাল প্রজাতন্ত্র দিবস।
তার আগে। আজ অর্থাৎ ২৫ জানুয়ারি কেন্দ্র ঘোষণা করল এ বছরের পদ্ম প্রাপকদের নাম। তাতে মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন মুলায়ম সিং যাদব। পদ্ম সম্মানের তালিকায় নাম রয়েছে ১০৬ জনের।
৯১ জন পাচ্ছেন পদ্মশ্রী, ৯ জন পাচ্ছেন পদ্মভূষণ এবং ৬ জন পাচ্ছেন পদ্মবিভূষণ। মরণোত্তর পদ্ম বিভূষণ পাচ্ছেন ডাক্তার দিলীপ মহলানবিশ। তাঁর হাত ধরেই তৈরি হয়েছিল ওআরএস। পদ্ম সম্মান পাচ্ছেন জাকির হোসেন, কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এসএম কৃষ্ণ, ইনফোসিসের চেয়ারপারসন সুধা মূর্তি, শিল্পপতি কুমার মঙ্গলম, অভিনেত্রী রবিনা ট্যান্ডন সহ মোট ১০৬ জন।
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান