আজকাল ওয়েবডেস্ক: মারা গেলেন ভারতীয় তথ্যপ্রযুক্তি শিল্পের জনক বলে পরিচিত, টিসিএস–এর প্রতিষ্ঠাতা ফকির চন্দ কোহলি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর। ১৯৫১ সালে টাটা ইলেক্ট্রিক কোম্পানিতে যোগ দিয়েছিলেন কোহলি। সেখানে সিস্টেম অপারেশনের সুবিধার্থে লোড ডেসপ্যাচ সিস্টেম তৈরি করেন। তারপর ১৯৭০ সালে ওই কোম্পানির ডিরেক্টর হন এবং তারপর টিসিএস–এর সিইও হন। ১৯৯১ সালে আইবিএম–কে ভারতে এনে, টাটা–আইবিএম সহযোগিতা শুরুর সিদ্ধান্তে সক্রিয় ভূমিকা ছিল কোহলির। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ভারতের উদ্যোগ এবং হার্ডওয়্যার তৈরির যুগ্ম উদ্যোগ ছিল টাটা–আইবিএম। দেশে তথ্যপ্রযুক্তি বিপ্লবের প্রতিষ্ঠাতা ছিলেন কোহলি। টিসিএস–এর প্রথম সিইও হিসেবে দেশে ১০০ বিলিয়ন মার্কিন ডলারের তথ্যপ্রযুক্তি শিল্প গড়ার পিছনেই তাঁরই পাকা মাথা ছিল। ১৯৯৯ সালে টিসিএস থেকে অবসর নেন কোহলি।তবে অবসরের পর বয়স্কশিক্ষা কর্মসূচিতে নিজেকে সঁপে দেন তিনি। তাঁর হাতে তৈরি দেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের মতোই এই উদ্যোগেও সফল কোহলি অনেক মানুষকে সাক্ষর করেছিলেন। দেশের সাক্ষরতা কর্মসূচিতে যে তিনি যোগ দিতে পেরেছিলেন সফলভাবে তাতে আত্মসন্তুষ্টিও হয়েছিল তাঁর। টিসিএস–এর তরফে বিবৃতি দিয়ে শোকজ্ঞাপন করে তাঁর পরিজনদের সমবেদনা জানানো হয়েছে।