আজকাল ওয়েবডেস্ক: বিবিসির ডকুমেন্টারি স্ক্রিনিংয়ের পরিকল্পনার জের।
উত্তাল দিল্লির জামিয়া। পুলিশ আটক করেছে পড়ুয়াদের। বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে ফেসবুক স্ক্রিনিং এর কথা ঘোষণা করা হলে জামিয়া মিলিয়া ইস লামিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল ক্যাম্পাসের মধ্যে কোনওপ্রকার জমায়েতের অনুমতি দেওয়া হবে না। সূত্রের খবর, পড়ুয়াদের পরিকল্পনা ছিল বুধ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগে নরেন্দ্র মোদির বিতর্কিত বিবিসি ডকুমেন্টারি প্রদর্শন করানো হবে। জানা গিয়েছে, এই পরিকল্পনার জন্য জামিয়া মিলিয়ার বামপন্থী ছাত্র সংগঠনের তিন পড়ুয়াকে আটক করেছে পুলিশ। বাতিল করা হয়েছে ক্লাস। দক্ষিন পূর্ব দিল্লির এই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে হাজির হয়েছে পুলিশ। পুলিশের সঙ্গে রয়েছে কাঁদানে গ্যাস।
বিবিসির এই ডকুমেন্টারি নিয়ে ইতিমধ্যে ঝড় উঠেছে দেশজুড়ে। গুজরাট দাঙ্গা এবং নরেন্দ্র মোদিকে কেন্দ্র করে তৈরি এই তথ্যচিত্র নিয়ে জোর চর্চা। জেএনইউও এই তথ্য চিত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছিল।
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান