Chhattisgarh: ইনস্টাগ্রামের রিল ভিডিও বানাতে গিয়ে কলেজের ছাদ থেকে পড়ে মৃত্যু ২০ বছরের যুবকের

আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার চেষ্টাই হল কাল।

রিল ভিডিও বানাতে গিয়ে কলেজের ছাদ থেকে পড়ে মৃত্যু হল ২০ বছরের এক যুবকের। মৃতের নাম আশুতোষ সাউ। ছত্তীসগঢ়ের বিলাসপুর গভর্মেন্ট সায়েন্স কলেজের পড়ুয়া ছিলেন তিনি। 

 

পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। পড়ুয়ার ছাদ থেকে মাটিতে পড়ার মুহূর্তটিও ক্যামেরাবন্দি হয়। ২০ ফুট নীচে পড়ে মাথায় গুরুতর চোট পান পড়ুয়া। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। 

পড়ুয়ার বন্ধুরা জানান, সেদিন ইনস্টাগ্রামের রিল ভিডিও বানাতেই কলেজের ছাদে উঠেছিলেন আশুতোষ। সঙ্গে আরও ৫ জন বন্ধু ছিলেন তাঁর। ভিডিওটি শুট করার সময় একেবারে ছাদের কিনারায় চলে আসেন। তখনও হাসিঠাট্টা চলে বন্ধুদের মধ্যে। আচমকা পা পিছলে আশুতোষ পড়ে যান। 

আকর্ষণীয়খবর