Earthquake:‌ ফের কেঁপে উঠল দিল্লি সহ উত্তর ভারতের একাধিক এলাকা

আজকাল ওয়েবডেস্ক:‌ ফের ভূমিকম্প রাজধানী দিল্লিতে।

জানা গেছে দিল্লি সহ উত্তর ভারতের একাধিক অংশ মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.‌৮। 
এদিন দুপুর ২টো ২৮ মিনিটে কম্পন অনুভূত হয় দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, লখনউয়ের মতো বেশ কিছু এলাকায়। ছড়ায় আতঙ্ক। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল নেপাল–চীন সীমান্তের কাছে কালিকা এলাকার ১০ কিলোমিটার গভীরে। 
দিল্লি সহ সংলগ্ন এলাকায় ১৫ থেকে ২০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন মানুষজন। তবে বড়সড় ক্ষয়ক্ষতির খবর এখনও অবধি পাওয়া যায়নি। দিল্লি ও গ্রেটার নয়ডার বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও পোস্ট করেছেন। কম্পনের সময়ের মুহূর্ত ধরা পড়েছে সেখানে। 

 

আরও পড়ুন:‌ আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলেও সুযোগ পেলেন না বিরাট ও রোহিত, ভারত থেকে জায়গা পেলেন এই দুই ক্রিকেটার 

আকর্ষণীয়খবর