আজকাল ওয়েবডেস্ক: ভারতের মাটিতে অবিলম্বে সন্ত্রাসবাদী হামলা বন্ধ করতে পাকিস্তানকে শনিবার হুঁশিয়ারি দিল দিল্লি। জাতীয় নিরাপত্তা রক্ষা করতে তারা যে যাবতীয় পদক্ষেপ করবে তাও ইসলামাবাদকে পরিষ্কার করে দিয়েছে দিল্লি। বিবৃতি দিয়ে দিল্লি বলেছে, ‘কেন্দ্রীয় সরকার সন্ত্রাসবাদের হাত থেকে জাতীয় নিরাপত্তা রক্ষার্থে সবরকম জোরাল ব্যবস্থা গ্রহণ করবে। ভারতের বিরুদ্ধে জৈশের ক্রমাগত নাশকতা চালানোর চেষ্টা নিয়েও উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার।’
অস্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী মোদি টুইট পোস্টে, জম্মু–কাশ্মীরের নাগ্রোটা সংঘর্ষে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জৈশ–ই–মহম্মদকে দায়ী করেছিলেন। ভারতও পাকিস্তানের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে ডেকে পাঠিয়ে নিয়ন্ত্রণরেখায় পাক গোলাগুলি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছিল, শুধু ভারতীয় সেনার তৎপরতাতেই ওই হামলা রোখা গিয়েছে। নাগ্রোটা সংঘর্ষ শেষে বিপুল পরিমাণ আরডিএক্স এবং প্রচুর অস্ত্রশস্ত্র, গোলাগুলি, কার্তুজ উদ্ধার হয়েছিল। মোদি এব্যাপারে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে বলেন, জম্মু–কাশ্মীর পুর ভোটের আগে ২৬/১১ ধাঁচে ফের ভারতে হামলা চালানোর ছকই কষেছিল জঙ্গিরা। ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর উপত্যকায় ফের অস্থিরতা তৈরিই পাকিস্তানের উদ্দেশ্য, বলেও অভিযোগ করেছে ভারত।