Accident: ট্রাক পিষে দিল ঘুমন্ত শ্রমিকদের, মৃত ৪

আজকাল ওয়েবডেস্ক:‌ রাজধানীতে মর্মান্তিক দুর্ঘটনা।

ট্রাক পিষে দিল ঘুমন্ত ‌‌শ্রমিকদের। ঘটনাস্থলেই মৃত চারজন। মঙ্গলবার রাত প্রায় দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে সীমাপুরি এলাকায়। জানা গেছে রাস্তায় ডিভাইডারের উপর ঘুমোচ্ছিলেন কয়েকজন পরিযায়ী শ্রমিক। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পিষে দেয় তাঁদের। দুর্ঘটনার পরই ঘটনাস্থল ছেড়ে পালায় যায় ওই ট্রাক। পুলিশ ঘাতক ট্রাক ও চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। 
মৃতদের মধ্যে আছেন করিম (‌৫২)‌, ছোটে খান (‌২৫)‌, শাহ আলম (‌৩৮)‌ ও রাহু (‌৪৫)‌। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি মণীশ (‌১৬)‌ ও প্রদীপ (‌৩০)‌। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় ২টো নাগাদ দিল্লির সীমাপুরীর ডিটিসি ডিপোর সিগন্যালের কাছে দুর্ঘটনাটি ঘটে। ওই সিগন্যালের কাছেই রাস্তার ডিভাইডারে ঘুমোচ্ছিলেন কয়েকজন। এমন সময়ই একটি ট্রাক দ্রুতগতিতে এসে তাদের চাপা দিয়ে দেয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। একাধিক দলে ভাগ হয়ে ট্রাক ও চালকের তল্লাশি চালানো হচ্ছে। 

 

 

 

আরও পড়ুন:‌ মা হতে চেয়েছিলেন অর্পিতা!‌ আপত্তি ছিল না পার্থর, চার্জশিটে দাবি ইডির

 

আকর্ষণীয়খবর