আজকাল ওয়েবডেস্ক: শ্রদ্ধা ওয়াকারের হত্যা মামলায় মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে দেখা করলেন তাঁর বাবা বিকাশ ওয়াকার।
শ্রদ্ধার বাবা জানিয়েছিলেন, ফড়নবিস তাঁকে উপযুক্ত ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন। শ্রদ্ধার খুনি আফতাব বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির করা হচ্ছে তাকে। এদিন শ্রদ্ধার বাবা জানান, তাঁর মেয়েকে নৃশংস ভাবে হত্যার জন্য ফাঁসি দিতে হবে আফতাবকে। তাছাড়া আফতাবের পরিবার এই ঘটনার সঙ্গে জড়িত কিনা সেই বিষয়েও খতিয়ে দেখতে আদলতের কাছে আবেদন করেছেন তিনি।
এদিন বিকাশবাবু জানান, " আমার মনে হয় এবার থেকে মেয়েদের ১৮ বছর হয়ে গেলে তাদের স্বাধীনতা দেওয়ার ব্যাপারে আর একটু চিন্তা করা উচিত। মেয়ে বাড়ি ছাড়ার আগে আমাকে বলেছিল "ম্যায় আব বালিক হো গাই হুন" (আমি এখন প্রাপ্তবয়স্ক)। এরপর আমি তাকে কিছু বলতে পারিনি। ডেটিং অ্যাপ গুলির দিকেও বেশি করে নজর দেওয়ার কথা জানিয়েছেন তিনি। শ্রদ্ধার বাবার অভিযোগ, পুলিশ আর একটু আগে পদক্ষেপ নিলে হয়তো তাঁর মেয়ে বেঁচে থাকত। নাহলে আফতাবের বিরুদ্ধে আরও প্রমাণ পাওয়া যেত।
Weather Update: সকাল থেকে শহর মোড়া কুয়াশায়, তাপমাত্রা বাড়ল না কমল?
Mohammad Shami: গার্হস্থ্য হিংসা মামলায় স্ত্রী হাসিনকে খোরপোশ দিতে হবে, সামিকে নির্দেশ আদালতের
Hookah Bars: বন্ধ নয়, কলকাতায় চলবে হুক্কা বার, পুরসভার সিদ্ধান্ত বাতিল হাইকোর্টের
Kolkata: বাইপাসের ধারে ফ্ল্যাটের নীচে প্রাক্তন বিমানসেবিকার রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের