Sanjay Raut: গ্রেপ্তার সঞ্জয় রাউত, আজ বড় প্রতিবাদে নামছে শিবসেনা

আজকাল ওয়েবডেস্ক: গ্রেপ্তার হয়েছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত।

রবিবার সকালেই তাঁর বাড়িতে হানা দেয় ইডি। রাউতের বাড়ি থেকে সাড়ে ১১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে তদন্তকারী সংস্থা। দিনভর জিজ্ঞাসাবাদের পর হেফাজতে নেওয়া হয়েছিল উদ্ধব ঘনিষ্ঠ সঞ্জয়কে। কয়েকঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয়। ইডি আধিকারিকদের দাবি, তদন্তে সহযোগিতা করছেন না শিবসেনা নেতা।  

 

আরও পড়ুন: Sanjay Raut: টানা ৬ ঘণ্টা জেরা, অবশেষে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে গ্রেপ্তার করল ইডি

মঙ্গলবার আদালতে তোলা হবে সঞ্জয় রাউতকে। সঞ্জয় রাউতকে গ্রেপ্তারির পর আজ বড় প্রতিবাদে নামছে শিবসেনা। শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী জানিয়েছেন, তিনি সংসদে এই বিষয়টি উত্থাপন করবেন।

সঞ্জয় রাউতের ভাই সুনীল রাউত জানিয়েছেন, এই পরিস্থিতিতে শিবসেনা এবং উদ্ধব ঠাকরে রাউত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। উল্লেখ্য, এর আগেও দুবার ইডির সমন এড়িয়েছিলেন সঞ্জয় রাউত।  গতকাল ইডির তল্লাশির সময়েই সঞ্জয় রাউত জানিয়েছিলেন, মিথ্যে প্রমাণ। তিনি কোনভাবেই আপোস করবেন না। মাথা নত করবেন না কোন পরিস্থিতিতেই। 

আকর্ষণীয়খবর