Salman Khan: হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন সল্লুর “বডি ডাবল”

আজকাল ওয়েবডেস্ক: জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বলিউডের ভাইজান সলমন খানের ‘বডি ডাবল’ সাগর পাণ্ডে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। সূত্র মারফত জানা গেছে, শুক্রবার দুপুরে জিমে গিয়েছিলেন সলমনের বডি ডাবল। সেই সময়ই হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বইয়ের যোগেশ্বরীতে হিন্দু হৃদয় বালাসাহেব টাকরে ট্রমা মিউনিসিপ্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সাগরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

নিজের ‘বডি ডাবল’-এর মৃত্যু নিশ্চিত করে ইনস্টাগ্রামে সলমন লেখেন, ‘মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। ভাই সাগর তোমার আত্মার শান্তি কামনা করি।’ সলমনের ‘টিউবলাইট’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘দাবাং’, ‘দাবাং ২’সহ অর্ধশতকেরও বেশি সিনেমায় কাজ করেছেন সাগর পাণ্ডে। তিনি শুধু সলমনের ‘বডি ডাবল’ হিসেবে কাজই করতেন না, ছিলেন একনিষ্ঠ ভক্তও। বলিউড তারকাকে ডাকতেন ‘গুরু’ বলে। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে বলিউডে এলেও, ‘গুরু’র ‘বডি ডাবল’ হিসেবে কাজ করেই স্বপ্ন পূরণ হয়েছিল তাঁর।

আকর্ষণীয়খবর