আজকাল ওয়েবডেস্ক: ভোটের মধ্যেই গান্ধী হত্যাকারী নাথুরাম গডসেকে নিয়ে টালমাটাল কেন্দ্রীয় রাজনীতি। আর বিতর্কিত মন্তব্য করে আবারও বিতর্কের কেন্দ্রে ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা। দিন কয়েক আগে হিন্দু নাথুরাম গডসেই স্বাধীন ভারতের প্রথম জঙ্গি বলেছিলেন কমল হাসান। বৃহস্পতিবার মালওয়ার আগর অঞ্চলে সেই ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মালেগাঁও বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা বললেন, ‘নাথুরাম গডসে একজন দেশভক্ত ছিলেন, আছেন এবং থাকবেন। যে সব মানুষরা তাঁকে জঙ্গি বলছে তারা সবাই নির্বাচনে উপযুক্ত জবাব পাবে।’
প্রজ্ঞার মন্তব্যের প্রেক্ষিতে ভোপালের কংগ্রেস প্রার্থী দিগ্বিজয় সিং বলেছেন, ‘এজন্য দেশবাসীর কাছে বিবৃতি দিয়ে মোদিজি, অমিতজি এবং রাজ্য বিজেপির ক্ষমা চাওয়া উচিত। নাথুরাম গডসে একজন খুনি। তাকে প্রশংসা করা দেশপ্রেম নয়, এক ধরনের পাগলামো।’
গেরুয়া সন্ত্রাসের অন্যতম পরিচিত মুখ, ৪৯ বছরের প্রজ্ঞা সিং ঠাকুর ওরফে সাধ্বী প্রজ্ঞা এবারের ভোটপ্রচার চলাকালীন বিভিন্ন সময়ে নানান বিতর্কিত মন্তব্য করেছিলেন। তার মধ্যে যেমন ছিল ২৬/১১–র হামলায় মুম্বইয়ের এটিএস প্রধান হেমন্ত করকরের মৃত্যু তাঁর অভিশাপেই হয়েছে বলে মন্তব্য করা, তেমনই বাবরি মসজিদ ভাঙার জন্য তিনি অত্যন্ত গর্বিত বলেও মন্তব্য করেছিলেন প্রজ্ঞা।
ছবি: এএনআই