আজকাল ওয়েবডেস্ক: অতিমারির কালে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে কর্মসংস্থান।
কাজ হারিয়েছেন বহু মানুষ, আয় কমেছে তার থেকেও বেশি সংখ্যকের। তবে এ বছর ভারতের চাকরিজীবীদের জন্য রয়েছে সুখবর। গত পাঁচ বছরের মধ্যে সবথেকে বেশি বেতন বাড়বে এই ২০২২ সালেই। শতাংশের হারে যা রাশিয়া এবং চীনের থেকেও বেশি। বিশ্বের প্রথম সারির প্রফেশনাল সার্ভিসেস ফার্ম এয়ন (Aon) সমীক্ষা চালিয়েছে।
কী জানা গেল সমীক্ষায়?
আরও পড়ুন: করোনার তৃতীয় ঢেউ থেমে গেছে, অসতর্ক হওয়া চলবে না তাও: নীতি আয়োগ
২০২২ সালে ভারতের কর্মীদের বেতন বাড়তে পারে ৯.৯ শতাংশ হারে। ২০২১ সালে বেতন বৃদ্ধির হার ছিল ৯.৩ শতাংশ। এই পরিসংখ্যান অনুযায়ী 'ব্রিক' (BRIC) দেশগুলোর মধ্যে সবথেকে বেশি বেতন বাড়বে ভারতের চাকরিজীবীদের।
সমীক্ষা বলছে, চীনে বেতন বাড়বে ৬ শতাংশ। রাশিয়ায় বাড়বে ৬.১ শতাংশ। ব্রাজিলে আরও কম, ৫ শতাংশ।
আন্তর্জাতিক সংস্থাটি ৪০ ধরনের ইন্ডাস্ট্রির প্রায় ১৫০০ কোম্পানির ওপর সমীক্ষা চালিয়েছিল। দেখা গেছে, ই-কমার্স, ভেনচার ক্যাপিটাল, হাইটেক/আইটি এবং আইটি সমর্থিত সংস্থাগুলোতেই বেতন বৃদ্ধির হার সবচেয়ে বেশি। এয়ন সংস্থার পার্টনার তথা সিইও নীতিন শেঠি বলছেন, 'এই টালমাটাল সময়ে বেতন বৃদ্ধি কর্মীদের জন্য সুখবর। তবে সংস্থাগুলোর জন্য তা দুই দিকে ধার দেওয়া তলোয়ারের মতো হতে পারে। একদিকে দক্ষ কর্মীদের ধরে রাখতে খরচ বাড়বে অন্য দিকে রয়েছে ক্ষয়।
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা