Rahul Gandhi: রাষ্ট্রপতি ভবন যাওয়ার পথে আটক রাহুল গান্ধী সহ একাধিক কংগ্রেস সাংসদ

আজকাল ওয়েবডেস্ক: রাষ্ট্রপতি ভবন যাওয়ার পথে আটক রাহুল গান্ধী সহ একাধিক কংগ্রেস সাংসদ।

মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে আজ বিক্ষোভ কর্মসূচি রয়েছে কংগ্রেসের। কংগ্রেসের সদর দফতর থেকে প্রিয়ঙ্কার নেতৃত্বে কংগ্রেসের নেতা নেত্রীরা যাবেন প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ে। অন্যদিকে সংসদ থেকে কংগ্রেসের দুই কক্ষের সাংসদরা যাচ্ছিলেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে। তাঁদের কর্মসূচি ছিল সংসদ থেকে 'রাষ্ট্রপতি ভবন চল'। 

 

আরও পড়ুনCongress: প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও, একগুচ্ছ ইস্যু সামনে রেখে আজ বিক্ষোভ কর্মসূচি কংগ্রেসের

সাংসদদের নিয়ে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে যাচ্ছিলেন রাহুল গান্ধী। মিছিল বিজয় চক পৌঁছনর আগেই তাঁদের আটক করে পুলিশ। সূত্রের খবর, কংগ্রেসের বেশ কিছু সাংসদকে টেনে হিঁচড়ে বাসে তুলেছে দিল্লি পুলিশ। আজ ঘেরাওয়ের আগেই সাংবাদিক বৈঠক করেন রাহুল গান্ধী। বৈঠকে তিনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছিলেন। রাহুল বলেছিলেন দেশে আর গণতন্ত্র নেই। 

একাধিক ইস্যুতে দেশ জুড়ে সুর চড়িয়েছে কংগ্রেস। আজ সংসদ চত্বরে বিক্ষোভে সামিল হয়েছিলেন খোদ সোনিয়া গান্ধী। কংগ্রেসের সদর দপ্তর, ২৪ নম্বর আকবর রোড সহ একাধিক জায়গায় কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সকাল থেকেই। 

আকর্ষণীয়খবর