আজকাল ওয়েবডেস্ক: ২৪ ঘণ্টারও কম সময়ে সুর বদল।
শুক্রবার প্রিয়াঙ্কা গান্ধী ইঙ্গিত দিয়েছিলেন উত্তরপ্রদেশ নির্বাচনে কংগ্রেসের ‘মুখ্যমন্ত্রী মুখ’ হচ্ছেন তিনি। শনিবার অবশ্য প্রিয়াঙ্কা জানিয়েছেন, এই বিষয়ে দল এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। এটা ঘটনা, শুক্রবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে কংগ্রেস। এক অনুষ্ঠানে তা প্রকাশ করেন রাহুল–প্রিয়াঙ্কা। সেই অনুষ্ঠানেই এক প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা বলেন, ‘আপনারা কি অন্য কারও মুখ দেখতে পাচ্ছেন? আমার মুখই তো সর্বত্র দেখা যাচ্ছে, তাই না? ব্যাস।’ শনিবার সেই মন্তব্যের ব্যাখ্যা দিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মুখ আমি, এ কথা বোঝাতে চাইনি। লাগাতার প্রশ্নে মেজাজ হারিয়েছিলাম। উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ এখনও ঠিক হয়নি।’ তবে উত্তরপ্রদেশে ভোটে তাঁর লড়ার সম্ভাবনা খারিজ করেননি প্রিয়াঙ্কা। তিনি আরও বলেন, দল ঠিক করে কে কোন রাজ্যে মুখ্যমন্ত্রী হবে। প্রিয়াঙ্কার বক্তব্য, ‘অনেক রাজ্য রয়েছে যেখানে ইনচার্জ নিয়োগ করেছে কংগ্রেস বা বিজেপি। আপনি তাঁদেরকে প্রশ্ন করেন যে তাঁরা মুখ্যমন্ত্রীর মুখ কি না? কেন এই প্রশ্নটা শুধু আমাকেই করা হচ্ছে?’ এদিকে, শুক্রবার ‘ভারতী বিধান’ নামের যুব ইস্তেহারে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। এর মধ্যে প্রধান প্রতিশ্রুতি, ক্ষমতায় এলে ৪০ লক্ষ চাকরি। সেই সঙ্গে দেশের যুব সম্প্রদায়ের জন্য নতুন কর্মসংস্থান তৈরির আশ্বাসও দেওয়া হয়েছে ইস্তেহারে।
আরও পড়ুন: ঠিকা জমিতে বহুতলের অনুমতি, প্ল্যান অনুমোদন থেকে মিউটেশন–গোটাটাই হবে পুরভবনে, ঘোষণা মেয়রের
Police: বয়স্কদের সঙ্গে ভাব জমিয়ে প্রতারণা! নতুন চক্র ধরল কলকাতা পুলিশ
SSC Scam: ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পার্থ, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মামলা থেকে সরলেন দুই বিচারপতি
SSC: রক্ষাকবচ দিল না হাইকোর্ট, পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে পারবে সিবিআই
East West Metro: বন্ধ হয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ, কেন?