Booster Dose: কোভিড আক্রান্ত হলে সুস্থ হওয়ার তিন মাস পর বুস্টার ডোজ, জানাল কেন্দ্র 

আজকাল ওয়েবডেস্ক: টিকাকরণ সংক্রান্ত নতুন নির্দেশিকা কেন্দ্রীয় সরকারের।

প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সেই মর্মেই চিঠি পাঠানো। নাম নির্দেশিকায় বলা হয়েছে, কোনও ব্যক্তি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে তা যদি ক্লিনিক্যালি প্রমাণিত হয়, তবে তার টিকাকরণ পিছিয়ে যাবে সুস্থ হওয়ার পর তিন মাস। প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ এবং সাবধানতা ডোজ বা বুস্টার ডোজের ক্ষেত্রেও এই নিয়ম মানতে হবে।

আরও পড়ুন: দেশে টানা ৩ দিন সংক্রমণ ৩ লক্ষের বেশি! ওমিক্রন আক্রান্ত পেরিয়ে গেল ১০ হাজার​ 


চিঠিতে অতিরিক্ত স্বাস্থ্য সচিব বিকাশ শীল জানিয়েছেন, কোভিড সংক্রমণের আবহে প্রিকশান ডোজ নিয়ে নানা মহল থেকে প্রশ্ন আসছিল। বুস্টার ডোজ নেওয়ার জন্য যারা উপযুক্ত অথচ কোভিড সংক্রান্ত অসুস্থতা হয়েছিল, তাঁদের কী হবে এই প্রশ্ন এসেছে বারবার। প্রথম এবং দ্বিতীয় ডোজ তো বটেই, সুস্থ হওয়ার তিন মাস পর নিতে বুস্টার ডোজও। 
প্রসঙ্গত, ভারতে ৬০ বছরের ঊর্ধ্বে কো-মর্বিডিটি যুক্ত ব্যক্তি, স্বাস্থ্যকর্মী এবং কোভিডের বিরুদ্ধে লড়াই করা ফ্রন্টলাইন কর্মীদের ১০ জানুয়ারি থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, প্রথম এবং দ্বিতীয় ডোজে যে টিকা নেওয়া হয়েছে বুস্টারেও সেটাই নিতে হবে। অর্থাৎ কোভিশিল্ড নেওয়া ব্যক্তিরা বুস্টার হিসেবে কোভিশিল্ড ছাড়া অন্য কিছু নিতে পারবেন না।  
 

আকর্ষণীয়খবর