5G Services:‌ মোদির হাতেই উদ্বোধন ফাইভ–জি প্রযুক্তির, দু’‌বছরের মধ্যে ছড়িয়ে পড়বে গোটা দেশে 

আজকাল ওয়েবডেস্ক:‌ দেশে ফাইভ–জি প্রযুক্তির উদ্বোধন হয়ে গেল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অত্যাধুনিক এই মোবাইল প্রযুক্তির উদ্বোধন করলেন। শনিবার দিল্লির প্রগতি ময়দানে আনুষ্ঠানিকভাবে ফাইভ–জি পরিষেবার সূচনা করেন প্রধানমন্ত্রী। হাজির ছিলেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি সহ দেশের প্রধান তিন টেলিকম সংস্থার আধিকারিকরা। প্রসঙ্গত শনিবার থেকেই দিল্লির প্রগতি ময়দানে শুরু হয়েছে ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেস’। মঙ্গলবার অবধি চলবে এই বিশেষ কর্মশালা। সেই অনুষ্ঠানেই অত্যাধুনিক এই মোবাইল পরিষেবার সূচনা হল। কেন্দ্রের দাবি, আপাতত দেশের ১০টি প্রথম সারির শহরে এই পরিষেবা চালু হবে। যা জানা যাচ্ছে, তাতে কলকাতা, মুম্বই, দিল্লি, গুরুগ্রাম, পুণে, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাইয়ের মতো শহরে আপাতত এই পরিষেবা চালু হবে। সেখান থেকে গোটা দেশে আগামী দু’বছরের মধ্যে এই পরিষেবা ছড়িয়ে দেওয়া হবে।
এটা ঘটনা ফাইভ–জি স্পেকট্রাম নিলাম শেষ হয়েছিল আগস্টে। তখনই কেন্দ্রের তরফে জানানো হয়, আগামী অক্টোবরের মধ্যে দেশজুড়ে শুরু হয়ে যেতে পারে ফাইভ–জি পরিষেবা। সেই সম্ভাবনাই সত্যি হল। 

আরও পড়ুন:‌ অষ্টমী থেকে দশমী দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা

আকর্ষণীয়খবর