Mulayam Singh Yadav:‌ গুরুতর অসুস্থ মুলায়ম, যাবতীয় সাহায্যের আশ্বাস মোদির 

আজকাল ওয়েবডেস্ক:‌ গুরুতর অসুস্থ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির বর্ষীয়ান নেতা মুলায়ম সিং যাদব।

একাধিক শারীরিক সমস্যা নিয়ে গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে ভর্তি মুলায়ম। হাসপাতাল সূত্রে জানা বেশ কিছু জটিল সমস্যা রয়েছে বর্ষীয়ান নেতার। রবিবার অক্সিজেন লেভেল নেমে যাওয়ায় আইসিইউতে স্থানান্তরিত করা হয় মুলায়মকে। যদিও তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে।
বেশ কয়েক বছর ধরেই অসুস্থ মুলায়ম। দিন কয়েক আগেই মুলায়ম সিংকে ভর্তি করা হয় গুরুগ্রামের হাসপাতালে। তবে রবিবার থেকে শরীরিক সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাঁকে আইসিইউতে স্থান্তরিত করা হয়েছে। মেদান্ত হাসপাতাল মূত্রে জানা গিয়েছে বর্তমানে ড. সুশীলা কাটারিয়ার অধীনে চিকিৎসাধীন রয়েছেন মুলায়ম। তাঁর একাধিক প্রত‌্যঙ্গে সমস‌্যা রয়েছে। গত জুলাই মাসেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুলায়ম। তখনও তাঁর শরীরে কিছু জটিলতা দেখা দেয়। বাবার অবস্থা সংকটজনক হওয়ায় রবিবার দিল্লি এসেছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। ভাই শিবপাল যাদবও দিল্লি এসেছেন। উত্তরপ্রদেশের উপমুখ‌্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠক জানিয়েছেন, ‘‌আমরা রাজ্যের প্রাক্তন মুখ‌্যমন্ত্রীর অসুস্থতার খবর পেয়েছি। আমরা তাঁর দ্রুত আরোগ‌্য কামনা করছি।’‌ অসুস্থ মুলায়ম সিং যাদবের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। মুলায়ম সিং যাদবের ছেলে অখিলেশ যাদবকে ফোন করেছিলেন মোদি। ফোনে মুলায়মের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। মুলায়মের চিকিৎসার বিষয়ে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মোদি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও মুলায়মের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন ও সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। 

আরও পড়ুন:‌ উত্তরপ্রদেশে দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ অগ্নিকাণ্ড!‌ মৃত অন্তত ৫, আহত ৬৬

আকর্ষণীয়খবর