আজকাল ওয়েবডেস্ক: কেরলের ওলিঙ্কারা এলাকার মানুষ এখন রাস্তায় বেরলেই হেলমেট পরে বেরচ্ছেন।
এমনকী যারা হেঁটে চলাফেরা করছেন, তাঁদের মাথায়ও হেলমেট। অবশ্যই ট্রাফিক আইন মানার জন্য নয়। এলাকায় উদয় হয়েছে দুই ভয়ানক কাকের, লোকজন দেখলেই আক্রমণ করছে তারা, মারছে এলোপাথাড়ি ঠোক্কর।
কেরলের পেরিনথালমান্নার ওলিঙ্কারা এলাকায় মাসতিনেক আগে আম্বালাপরমবিল আব্বাস নামে এক ব্যক্তি বাড়ি তৈরির কাজ শুরু করেন। সেখানেই কর্মরত রাজমিস্ত্রীদের আক্রমণ করতে থাকে কাক দুটি। কিন্তু এখন ওই নির্মীয়মাণ বাড়ির পাশ থেকে যে-ই যাক না কেন তাকেই তাড়া করছে কাক দুটো।
আরও পড়ুন: ৪০ শতাংশ রাশিয়ান সেনা এখনও ইউক্রেন আক্রমণ করতে তৈরি, বলছে আমেরিকা!
কাকেদের দৌরাত্ম্য দেখে এক নির্মাণ কর্মী তাদের বাসা ভেঙে দেয়। এতে নাকি কাকেদের আক্রোশ আরও বেড়ে যায়। এত মাস পরেও তাদের তাড়ানো যায়নি, ওই বাড়িতেই আস্তানা গেঁড়ে আছে তারা, এবং রোজই কেউ না কেউ তাদের আক্রমণের শিকার হচ্ছে। কিছুদিন রাস্তার এক কুকুরকেও নাজেহাল করেছে কাক দুটো।
এমত পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা ওই এলাকা দিয়ে হেলমেট পরে যাতায়াত করছেন। যাতে কাকের ঠোকর থেকে মাথা বাঁচানো যায়। এই ঝামেলা থেকে বাঁচতে পুরসভাকেও খবর দেওয়ার পরিকল্পনা করেছে তারা।
Police: বয়স্কদের সঙ্গে ভাব জমিয়ে প্রতারণা! নতুন চক্র ধরল কলকাতা পুলিশ
SSC Scam: ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পার্থ, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মামলা থেকে সরলেন দুই বিচারপতি
SSC: রক্ষাকবচ দিল না হাইকোর্ট, পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে পারবে সিবিআই
East West Metro: বন্ধ হয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ, কেন?