আজকাল ওয়েবডেস্ক: 'পাঠান' আর বিতর্ক যেন সমার্থক।
মুক্তির প্রথম লগ্ন থেকেই কাতারে কাতারে লোক ভিড় জমাচ্ছেন সিনেমা হলে। যা স্বাভাবিকভাবেই ইঙ্গিত দিচ্ছে, ভক্তরা বিতর্ককে মোটেই গুরুত্ব দিচ্ছেন না। অন্যদিকে মুক্তির আগের দিনেও 'পাঠান' বয়কটের ডাক দিতে ব্যস্ত হিন্দুত্ববাদীরা।
আহমেদাবাদ, অসমের পর এবার বিহার। মঙ্গলবার সন্ধেয় ভাগলপুরের এক প্রেক্ষাগৃহে বিক্ষোভ দেখান বজরং দল ও এভিবিপির সদস্যরা। সিনেমা হলের বাইরে 'পাঠান'-এর পোস্টার ছিঁড়ে, পুড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।
কয়েকজন সদস্যের বক্তব্য, ছবিটি সিনেমা হলে দেখানো হলে, তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। ছবিটি প্রদর্শিত হলে, সিনেমা হল পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। গোটা দেশজুড়ে ছবিটি বয়কট করা উচিত। যে ছবি সনাতন ধর্মের অপমান করে, তা কোনও মতেই মেনে নেওয়া যায় না। ঘটনার পরেই থানায় অভিযোগ জানান সিনেমা হলের মালিক। পুলিশের নজরদারি জারি রয়েছে সেখানে।
Mohammad Shami: গার্হস্থ্য হিংসা মামলায় স্ত্রী হাসিনকে খোরপোশ দিতে হবে, সামিকে নির্দেশ আদালতের
Weather Update: সকাল থেকে শহর মোড়া কুয়াশায়, তাপমাত্রা বাড়ল না কমল?
Hookah Bars: বন্ধ নয়, কলকাতায় চলবে হুক্কা বার, পুরসভার সিদ্ধান্ত বাতিল হাইকোর্টের
Kolkata: বাইপাসের ধারে ফ্ল্যাটের নীচে প্রাক্তন বিমানসেবিকার রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের