আজকাল ওয়েবডেস্ক: কর্নাটকের হিজাব বিতর্কে বাইরের দুনিয়ার নাক গলানো মোটেই পছন্দ করছে না ভারত।
বিষয়টি একান্তই ভারতের অভ্যন্তরীণ, একথা স্পষ্ট জানিয়ে দিল ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের সচিব অরিন্দম বাগচী এদিন বললেন, ‘এটা বিদেশ বিষয়ক মন্ত্রকের বিষয় নয়। দেশের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় এই নিয়ে কোনও বহিরাগত বা অন্য দেশের মন্তব্য একেবারেই স্বাগত নয়।’
আরও পড়ুন: গণতন্ত্র চলা উচিত কীভাবে, বোঝাতে নেহরুর নাম নিলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী
বিদেশ সচিব আরও বলেন, ‘আমাদের সাংবিধানিক পদ্ধতি, আইন ব্যবস্থা এবং গণতান্ত্রিক নীতি রয়েছে। যা এই ধরনের বিষয়ে সমাধান করতে সাহায্য করে। তাছাড়া এই বিষয়টা এখন আইনি প্রক্রিয়ার হাতে আছে। কর্নাটক হাইকোর্ট বিষয়টা দেখছেন।’ এর সঙ্গেই রীতিমতো হুঁশিয়ারির সুরে অরিন্দম বলেন, ‘ভারতের সংবিধান এবং মানুষের সঙ্গে সম্পর্কিত অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগতদের মন্তব্য করার কোনও অধিকার নেই।’
হিজাব বিতর্কে যেমন নামী বিদেশিরা মুখ খুলেছেন তেমনই বেশ কিছু সংগঠন ভারতের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আমেরিকাও রয়েছে এই তালিকায়। তেমনই অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) ভারতের বিরুদ্ধে বিষোদগার করেছে। ওআইসি-র মন্তব্য নিয়ে ভারতের বিদেশ বিষয়ক মন্ত্রক জানায়, ‘ওআইসি-র সাম্প্রদায়িক চিন্তাধারা বাস্তবকে খুব একটা সমর্থন দেয় না। তাদের কায়েমি স্বার্থ দিয়ে ভারতের বিরুদ্ধে জঘন্য অপপ্রচার চালাতে থাকে।’
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা