মিল্টন সেন: মদ্যপায়ীদের সংখ্যার বিচারে অনেক পিছিয়ে বাংলা।
সম্প্রতি 'ক্রাইসিল' নামক এক সংস্থার সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। সমীক্ষা বলছে, গোটা দেশে ১৬ কোটি মানুষ মদ্যপান করেন। মদ্যপায়ীদের মধ্যে ৯৫ শতাংশই পুরুষ, যাদের বয়স ১৮ থেকে ৪৯-এর মধ্যে। মণিপুর, লাক্ষাদ্বীপ, বিহার, গুজরাট, নাগাল্যান্ডের মতো রাজ্যগুলিতে মদ নিষিদ্ধ। দেশে মদ বিক্রির ৪৫ শতাংশই হয়ে থাকে পাঁচ রাজ্য অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গনা, তামিলনাড়ু, কর্নাটক এবং কেরলে। মদ নিষিদ্ধ রাজ্যগুলি বাদে বাকি রাজ্যগুলিতে বছরে ৬০০ কোটি লিটার মদ বিক্রি হয়। ওই রাজ্যগুলি থেকে ২০১৯-২০২০ সালে আবগারি রাজস্ব বাবদ আয় হয়েছে ১ লক্ষ ৭৫ হাজার ৫০১ কোটি টাকা।
আরও পড়ুন: প্রতিশ্রুতি দিয়েও নিয়োগ নেই, আগরতলায় টেট পাশ চাকরিপ্রার্থীদের বিক্ষোভ
সমীক্ষায় উঠে এসেছে, ছত্তিশগড়ে ৩৫.৬ শতাংশ মানুষ মদ্যপান করেন, অন্ধ্রপ্রদেশে এই হার ৪৩.৫ শতাংশ, ত্রিপুরায় ৩৪.৭ শতাংশ, পাঞ্জাবে ২৭.৫ শতাংশ এবং গোয়ায় ২৬.৪ শতাংশ। শতাংশের হিসেবে বিচার করে অন্যান্য রাজ্যের তুলনায় অনেক পিছিয়ে পশ্চিমবঙ্গ। সমীক্ষা অনুযায়ী এখানে মাত্র ১৪ শতাংশ মানুষ মদ্যপান করেন। তামিলনাড়ুতে মদ্যপান করেন ১৫ শতাংশ মানুষ। চাঞ্চল্যকরভাবে উঠে এসেছে বামশাসিত কেরলের নাম। এখানে ১৯.৯ শতাংশ মানুষ মদ্যপান করে থাকেন। বলে রাখা ভালো, অন্যান্য রাজ্যের তুলনায় মদ্যপায়ীদের সংখ্যা খুবই কম রাজস্থানে। মাত্র ২.১ শতাংশ। রিপোর্টে উল্লেখ রয়েছে, যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশেও ১৪ শতাংশ মানুষ মদ্যপান করেন। প্রত্যেক বছর দেশে মদ্যপায়ীরা ৬০০ কোটি লিটার মদ্যপান করে থাকেন। ক্রাইসিল-এর দেশব্যাপী সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য।
Sudipta Sen: ‘টাকা নিয়েছেন’, শুভেন্দুর বিরুদ্ধে এবার ‘ব্ল্যাকমেলের’ অভিযোগ আনলেন সুদীপ্ত সেন
Roddur Roy: কী কাণ্ড! কলকাতার পুজোয় এবার মহিষাসুরের জায়গায় রোদ্দুর রায়, মূর্তি গড়ার প্রস্তুতিও শুরু!
Patient Stuck in Carnish: হাসপাতালের কার্নিশ থেকে হাত ফসকে পড়ে গেলেন মানসিক রোগী! চাঞ্চল্য মল্লিকবাজারে
ছোট্ট গ্যারাজে পথচলা শুরু টেকনো ইন্ডিয়ার, ২৫ বছরে স্বপ্নের স্বপ্নপূরণ নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের