Murder: ‌দিল্লির রাস্তায় ভর সন্ধেয় যুবককে কুপিয়ে খুন, পথচারীরা দেখেও না দেখার ভান করলেন!‌

‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ দিল্লির সুন্দর নগরীতে ভয়াবহ হত্যাকাণ্ড।

শনিবার সন্ধেয় প্রকাশ্য রাস্তায় এক যুবককে কুপিয়ে খুন করল তিন জন। তারপর হেঁটে হেঁটে চলে গেল আততায়ীরা!‌ 
ভিডিওয় দেখা গেছে, কেউ তখন পাড়ার দোকানে আড্ডা মারছেন। কেউ চেয়ারে বসে রয়েছেন। তখনই তিন যুবককে হেঁটে আসতে দেখা যায়। আচমকাই তিন যুবক অপর এক যুবককে ঘিরে ধরে। কথা কাটাকাটির পর হঠাৎ তিন যুবকের একজন ওই যুবককে চেপে ধরার চেষ্টা করে। যুবকটি পালানোর চেষ্টা করতেই ছুরি দিয়ে কোপাতে শুরু করে তিন জন। যুবকটি যখন নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করছেন, তখন কেউ এগিয়ে আসেননি। রাস্তা দিয়ে তখন অনেকে হেঁটে যাচ্ছিলেন, কিন্তু কেউ ওই যুবককে বাঁচানোর চেষ্টা করেননি। এদিকে, আততায়ীরা যুবককে ছুরি দিয়ে প্রায় ২০ বার কোপানোর পর সবার সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। যুবকটি হাসপাতালে মারা যান। 
শনিবার সন্ধেয় মণীশ নামে এক যুবককে কুপিয়ে খুন করার অভিযোগে আলম, বিলাল, ফৈজান নামে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা বলে মনে করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বছরখানেক আগে মণীশের ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে কাশিম এবং মহসিন নামে দুই যুবকের বিরুদ্ধে। মণীশ এই ঘটনায় অভিযোগ দায়ের করেন। মণীশের পরিবারের অভিযোগ, তার পর থেকেই মামলা তোলার জন্য চাপ দেওয়া হচ্ছিল। এমনকি মামলা না তুললে মণীশকে খুন করারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

আরও পড়ুন:‌ আজ গুয়াহাটিতে সিরিজ নিশ্চিত করতে নামবেন রোহিতরা 

আকর্ষণীয়খবর