AAP MLA:‌ পুরভোটে টিকিট পাওয়া নিয়ে গোষ্ঠীকোন্দল!‌ কর্মীদের হাতেই মার খেলেন আপ বিধায়ক

আজকাল ওয়েবডেস্ক:‌ রাজধানীতে দলীয় কর্মীদের হাতেই মার খেলেন আপ বিধায়ক।

প্রাণ বাঁচাতে দলীয় কার্যালয় থেকে ছুটে পালাতে হল বিধায়ককে। ওই ঘটনার ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিরোধীদের দাবি, শাসকদলের দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে নিজের দলের কর্মীদের হাতেই মার খাচ্ছেন নেতা। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেন আজকাল অনলাইন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গেছে, সোমবার সন্ধেয় দলীয় কার্যালয়ে কর্মীদের মাঝে বসে ছিলেন আপ নেতা তথা মাটিয়ালা কেন্দ্রের বিধায়ক গুলাব সিং যাদব। তাঁকে ঘিরে কার্যালয়ে উপস্থিত ছিলেন আরও অনেকে। কর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল। এক সময় দেখা যায় বিধায়কের দিকে তেড়ে আসছেন কর্মীদের একাংশ। তিনি চেয়ার ছেড়ে উঠে পড়েন। কার্যালয় থেকে পালিয়ে যান। তাঁর পিছনে ধাওয়া করেন অন্যরা। কেউ কেউ মারমুখী কর্মীদের থেকে বিধায়ককে আড়াল করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কয়েক বার মারও খান গুলাব। বেগতিক বুঝে ছুটতে শুরু করেন গুলাব সিং যাদব। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিজেপি নেতা সম্বিত পাত্র সেই ভিডিওটি টুইট করে লিখেছেন, ‘একটি দলের ‘সৎ রাজনীতি’র নাটকের কিছু দৃশ্য। আপের দুর্নীতি এমনই যে, দলের কর্মীরাই বিধায়কের উপর ক্ষেপে গিয়েছেন। সামনের ভোটে আপের অবস্থাও এমন হতে চলেছে।’ সূত্রের খবর, আসন্ন পুরসভা নির্বাচনে টিকিট পাওয়া নিয়ে আপের মধ্যে গোষ্ঠীকোন্দল শুরু হয়েছে। গুলাবকেও সেই কারণেই কর্মীদের রোষের মুখে পড়তে হয়েছে। যদিও বিজেপির দাবি উড়িয়ে গুলাব সাফাই দিয়েছেন, বিজেপির লোকজন দলীয় কার্যালয়ে গিয়ে তাঁর উপর হামলা চালিয়েছে। ঘটনার পর গুলাব সিং থানায় অভিযোগও দায়ের করেন। 

আরও পড়ুন:‌ কলম্বিয়ায় বিমান দুর্ঘটনা, মৃত ৮

আকর্ষণীয়খবর