আজকাল ওয়েবডেস্ক: দেশে টানা তিনদিন ধরে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের ওপরে।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ লক্ষ ৩৭ হাজার ৭০৪ জন। শুক্রবারের থেকে যা সামান্য কম। দৈনিক পজিটিভিটি রেটও খানিকটা কমে হল ১৭.২২ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৮৮ জনের। অন্যদিকে, সুস্থ হয়েছেন ২ লক্ষ ৪২ হাজার ৬০৬ জন। আক্রান্তের সংখ্যা কমলেও দেশে বাড়ল কোভিড অ্যাক্টিভ কেসের সংখ্যা। শনিবার তা বেড়ে দাঁড়াল ২১ লক্ষ ১৩ হাজার ৩৬৫ জন। সুস্থতার হার কমে ৯৩.৩১ শতাংশ।
আরও পড়ুন: চলে গেলেন সুভাষ ভৌমিক
তিন রাজ্যে দৈনিক সংক্রমণ ৪০ হাজারের বেশি। মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত ৪৮ হাজার ২৭০ জন, কর্ণাটকে ৪৮ হাজার ৪৯ জন ও কেরলে ৪১ হাজার ৬৬৮ জন। তামিলনাড়ু ও গুজরাটেও দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজারের বেশি। তবে পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ১০ হাজারের নীচে নেমেছে সংক্রমিতের সংখ্যা। তবে সামগ্রিকভাবে দেশের কোভিড গ্রাফ এখনও নিম্নমুখী নয়। এদিকে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০ হাজার ৫০। ভয়াবহতা তেমন না থাকলেও আক্রান্তের সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে।
Police: বয়স্কদের সঙ্গে ভাব জমিয়ে প্রতারণা! নতুন চক্র ধরল কলকাতা পুলিশ
SSC Scam: ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পার্থ, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মামলা থেকে সরলেন দুই বিচারপতি
SSC: রক্ষাকবচ দিল না হাইকোর্ট, পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে পারবে সিবিআই
East West Metro: বন্ধ হয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ, কেন?