আজকাল ওয়েবডেস্ক: পেনশন পান না। আয়ের অন্য উৎস নেই। তাই বাধ্য হয়েই শৌচালয়ে দিন কাটাচ্ছেন তামিলনাড়ুর ৬৫ বছরের বৃদ্ধা কারুপ্পায়ী। একদিন। দু’দিন নয়। টানা ১৯ বছর মাদুরাইয়ের রামনাড এলাকায় সাধারণের জন্য ব্যবহৃত শৌচালয়ে দিন কাটাচ্ছেন তিনি। শৌচালয় পরিষ্কার ও দেখাশোনার জন্য দিনে ৭০–৮০ টাকা পান কারুপ্পায়ী। তাতেই কোনওমতে নিজের পেট চলে। ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। একটি ছবিতে দেখা যাচ্ছে, শৌচালয়ের মধ্যে বসে রয়েছেন তিনি। কিন্তু এভাবে কেন দিন কাটাচ্ছেন কারুপ্পায়ী? নিজের মুখে বললেন, ‘সিনিয়র সিটিজেন হিসেবে পেনশনের আবেদন করেছিলাম। সরকারি দপ্তরে একাধিকবার গেছি। কিন্তু পেনশন পাইনি।’ এরপরই কারুপ্পায়ীর সংযোজন, ‘আমার আয়ের অন্য কোনও উৎস নেই। তাই এই শৌচালয়েই থাকি। দিনে ৭০–৮০ টাকা পাই।’
একমাত্র মেয়েও এই দুর্দশায় মায়ের পাশে নেই। দুঃখ করে বলছিলেন কারুপ্পায়ী। ঘটনাটির ভিডিও ভাইরাল হতেই অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন কারুপ্পায়ীকে সাহায্য করার জন্য।
ছবি: এএনআই