আজকাল ওয়েবডেস্ক: দেশের মিলিয়নেয়ারদের মধ্যে সবথেকে বেশি লোকের বাস মুম্বই শহরে।
দ্বিতীয় সর্বোচ্চ রাজধানী এবং তিন নম্বরেই আছে কলকাতা শহর। যাদের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ৭ লক্ষ টাকার বেশি, এমন ব্যক্তিদের একটি তালিকা বানিয়েছিল হুরুন নামে এক সংস্থা। তাদের রিপোর্ট বলছে, মুম্বইতে সবথেকে বেশি ২০,৭০০ মিলিয়নেয়ারের বাস। এরপর দিল্লিতে ১৭,৫০০ এবং কলকাতা শহরে ১০,৫০০ মিলিয়নেয়ার থাকেন।
আরও পড়ুন: ২০২২ সালে ভারতীয় কর্মীদের 'রেকর্ড' বেতন বাড়বে! চীন, রাশিয়ার থেকেও বেশি
হুরুন রিপোর্ট জানিয়েছে, কোভিড ক্লিষ্ট ২০২১-এর শেষে ভারতের ৪.৫৮ লক্ষ বাড়িতে ডলার মিলিয়নেয়ার হার বেড়েছে ১১ শতাংশ হারে। আবার একই সঙ্গে এমন ৩৫০ ডলার মিলিয়নেয়ার ইঙ্গিত দিয়েছেন, ব্যক্তিগত এবং পেশাদার ক্ষেত্রে নিজেদের সুখি মনে করা ব্যক্তিদের হার গত বছরের ৭২ শতাংশ থেকে কমে হয়েছে ৬৬ শতাংশ।
দীর্ঘ করোনা কালে আর্থিক বৈষম্য ক্রমশ বাড়ছে। ধনীরা আরও ধনী হচ্ছে, দরিদ্র হচ্ছে আরও গরিব। এই নিয়ে একাধিক সমীক্ষা, রিপোর্ট পেশ করেছে একাধিক নামী সংস্থা। এই আবহেই ফের হুরুনের এই রিপোর্ট এল। রিপোর্টে জানানো হয়েছে, ২০২৬ সালের মধ্যে ডলার বিলিয়নেয়ারের সংখ্যা ৩০ শতাংশ বেড়ে ৬ লক্ষ বাড়ি ছোঁবে। অর্থাৎ ৬ লক্ষ বাড়ির সদস্যদের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ হবে ৭ লক্ষ টাকার বেশি।
Saraswati Puja: কোথাও থিম, কোথাও সাবেকিয়ানা, আল্পনা আর আলোয় সেজে উঠেছে ক্যাম্পাস
Kolkata: অনুমতি না থাকা সত্ত্বেও নাগরিক মঞ্চের মিছিল, পুলিশে পুলিশে ছয়লাপ ধর্মতলা চত্ত্বর
Kolkata: রেড রোড থেকে সোজা নিজের কলেজে মুখ্যমন্ত্রী, শুনলেন পড়ুয়াদের গান
Republic Day: ২৬ এর প্রস্তুতি, জানুন আজ রাত থেকেই বন্ধ শহরের কোন কোন রাস্তা