RSS: অসংহতি নিয়ে চিন্তিত মোহন ভাগবত! তাঁর সঙ্গে দেখা করে বলছেন কুরেশি 

আজকাল ওয়েবডেস্ক: বর্তমান সাম্প্রদায়িক অসংহতি নিয়ে চিন্তিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত।

তাঁর সঙ্গে বৈঠকের পর এমন কথাই জানালেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি। বুধবার ভাগবতের সঙ্গে ৭৫ মিনিট ব্যাপী বৈঠকে বসেছিলেন পাঁচ মুসলিম বুদ্ধিজীবী। তাঁদের মধ্যেই ছিলেন কুরেশি। তিনি জানান, ভাগবত বলেছেন, ‘অসংহতির পরিবেশ নিয়ে আমি খুশি নই। এটা সম্পূর্ণ ভুল। সহযোগিতা এবং সংহতির সঙ্গে এগিয়ে যেতে পারে দেশ।’
কুরেশি জানান, আরএসএস প্রধান মূলত দুটি বিষয় নিয়ে চিন্তিত। তার একটি হল গোহত্যা যা হিন্দুদের মর্মাহত করে। মুসলিম বুদ্ধিজীবীটি বলেন, ‘আমরা বলেছি, এটা (গোহত্যা) বাস্তবে দেশজুড়ে নিষিদ্ধ। মুসলিমরা আইন মেনে চলে এবং যদি কেউ আইন লঙ্ঘন করে তবে তা বড় ভুল, তার শাস্তি হওয়া উচিত।’
আর একটি বিষয় নিয়ে আপত্তি মোহন ভাগবতের, তা হল ‘কাফির’ শব্দের ব্যবহার। এই শব্দ হিন্দুদের খারাপ লেগেছে বলে জানান তিনি। এর উত্তরে কুরেশি জানিয়েছেন, ‘মূল আরবীয় শব্দ কাফিরের অর্থ নাস্তিক। কিছু মানুষ ইসলামে বিশ্বাস করে, তারা মোমিন। অবিশ্বাসীরা কাফির। এই শব্দটা নিরপেক্ষ ছিল, এখন অবমাননাকর হয়ে দাঁড়িয়েছে। এটা বলা বন্ধ করতে আমাদের কোনও সমস্যা নেই।’
কুরেশি জানান, তাঁরা ভাগবতকে পাল্টা জানিয়েছেন, ‘কিছু দক্ষিণপন্থী মানুষ মুসলিমদের ‘জেহাদি’, ‘পাকিস্তানি’ বলে। তারা মুসলিমদের আনুগত্য নিয়ে সন্দিহান তাই নিয়ত দেশপ্রেমের প্রমাণ চায়। মুসলিমরাও ভারতীয়।’     
 

আকর্ষণীয়খবর