আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রীর বাসভবনে শেষ হল মোদি–মমতা বৈঠক।
সূত্রের খবর প্রায় ৪০ মিনিট কথা হয়েছে দু’জনের। শুক্রবার আলোচনা সেরে বেরিয়ে রাষ্ট্রপতি ভবনে চলে যান মুখ্যমন্ত্রী। সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর সঙ্গে। সেখান থেকে মমতা চলে আসেন ১৮৩, সাউথ অ্যাভিনিউয়ের বাড়িতে। শনিবার রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে ফের দেখা হবে মোদি–মমতার।
শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রীকে হলুদ গোলাপের তোড়া ও মিষ্টি উপহার দেন বাংলার মুখ্যমন্ত্রী। দেওয়া হয় বাটিকের নকশা করা একটি উত্তরীয়ও। কেন্দ্রের কাছে রাজ্যের মোটা অঙ্কের পাওনা রয়েছে বহুদিন ধরে। বৈঠকের পর জানা গেছে, প্রধানমন্ত্রীকে তিন পাতার চিঠিতে রাজ্যের বকেয়া সমস্ত হিসেব বিস্তারিতভাবে দিয়েছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে রাজ্যের বিপুল বকেয়া টাকার দাবি ছাড়াও জিএসটি বাবদ কেন্দ্রের কাছে পাওনার কথাও মমতা চিঠিতে উল্লেখ করেছেন। ইয়াস, আম্ফানে রাজ্যের যে ক্ষতি হয়েছে সেকথাও চিঠিতে তুলে ধরেছেন মমতা। এমনকী কোভিড অতিমারির সময়েও কেন্দ্রের সাহায্য থেকে বাংলা যে বঞ্ছিত, সেকথাও চিঠিতে উল্লেখ করেছেন মমতা। রাজ্যের বকেয়া বাবদ ১ লক্ষ ৯৮৬ কোটি টাকার কথাও চিঠিতে জানিয়েছেন মমতা।
আরও পড়ুন: লাদাখে শান্তি বৈঠকে চীন সম্পর্কে এই অভিযোগ তুলল ভারত
Death: 'তিতাস আর নেই!', বিয়ের দু’সপ্তাহ পরই রক্তাক্ত দেহ উদ্ধার, ভেঙে পড়েছেন আত্মীয় থেকে বন্ধুরা
NRS Hosrpital: বাঁ কানের অংশ দিয়ে তৈরি হল ডান কান, কিশোর অনুরাগ এখন সুস্থ
Partha-Arpita: কড়া নিরাপত্তা পার্থ-অর্পিতার স্বাস্থ্য পরীক্ষাতেও, দায়িত্বে ৮৬ জন জওয়ান
Dengue: পাঁচদিন ধরে জ্বর, ডেঙ্গিতে মৃত্যু অষ্টম শ্রেণির পড়ুয়ার