আজকাল ওয়েবডেস্ক: রবিবার পাঞ্জাবে ভোট।
তার আগে দেশের বর্তমান প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। বললেন, নিজেদের ভুল স্বীকার করেন প্রধানমন্ত্রী। তাকে আড়াল করতে দোষা চাপান দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহরুর ওপর। কংগ্রেস অন্তত স্বার্থের জন্য দেশকে ভাগ করেনি।
এদিন একটি ভিডিও বার্তায় ৮৯ বছরের মনমোহন বললেন, ‘একদিনে দেশের মানুষ মূল্যবৃদ্ধি আর বেকারত্বের সমস্যায় জর্জরিত। অন্যদিকে বর্তমান সরকার নিজেদের দোষ স্বীকার বা তা শুধরে নেওয়ার বদলে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে দোষ দিচ্ছে।’
এখানেই থামেননি তিনি। কটাক্ষের ধার আরও কড়া করে তিনি বললেন, ‘আমি মনে করি প্রধানমন্ত্রীর পদের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রধানমন্ত্রীর সেই মর্যাদা বজায় রাখা উচিত। বারবার ইতিহাসের ওপর দায় চাপানো ঠিক নয়। আমি যখন ১০ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলাম, তখন কাজের মাধ্যমে কথা বলেছি। সারা দুনিয়ার সামনে নিজের দেশকে ছোট করিনি।’
এর পর মোদি সরকারের বিদেশনীতিকেও কড়া ভাষায় আক্রমণ করলেন মনমোহন সিং। বললেন, ‘আর্থিক নীতি বিষয়ে এই সরকার কিছু বোঝে না। শুধু এদেশেই সীমাবদ্ধ নয়, বিদেশ নীতি নিয়েও এই সরকার কিছু বোঝে না। চীন আমাদের দেশের সীমায় বসে রয়েছে। সরকার ওটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমার মনে হয় এতদিনে অন্তত প্রধানমন্ত্রী বুঝেছেন, কাউকে জড়িয়ে ধরে দুলিয়ে দিয়ে বা বিরিয়ানি খাইয়ে বিদেশনীতি তৈরি করা যায় না।’
Fugitive: বাংলাদেশের ‘নীরব মোদি’ পিকে হালদারের বিপুল সম্পত্তির খোঁজ কলকাতার বুকে!
Roddur Roy: কবি মমতা ব্যানার্জির পুরস্কার নিয়ে অপমানজনক মন্তব্য! রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের
CID: কলকাতায় তিন ভুয়ো কলসেন্টারে হানা সিআইডির, গ্রেপ্তার ২০
Babul Supriyo: কাটল জটিলতা, জয়ের ২৫ দিন পর শপথ নিলেন বিধায়ক বাবুল