আজকাল ওয়েবডেস্ক: ত্রিপুরায় পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ডা: মানিক সাহার নামেই সিলমোহর দিল বিজেপি।
তিনি বিজেপির ত্রিপুরা রাজ্যের সভাপতি। যদিও তাঁর নাম ঘোষণার পরেই উত্তেজনা ছড়ায়। প্রাক্তন ও হবু মুখ্যমন্ত্রীর সামনে ঘরের মধ্যেই হাতাহাতি শুরু হয় বিজেপির বিধায়ক ও নেতাদের মধ্যে। ত্রিপুরা বিজেপির একটি সূত্র জানিয়েছে, শনিবার বিপ্লব দেবের ইস্তফার পর মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহার নাম চূড়ান্ত হওয়ার পর তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান পদত্যাগী মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। যা নিয়ে দেখা দেয় অসন্তোষ। বিক্ষুব্ধদের একটি অংশের দাবি, মানিকবাবু এখনও বিধায়ক হননি। কীভাবে তাঁকে মুখ্যমন্ত্রী করা যায়? বিধায়কদের ডাকলেও কেন তাঁদের মতামত নেওয়া হল না? এবিষয়ে যখন আরেকপক্ষ বলতে থাকে তখনই প্রথমে বাগবিতণ্ডা এবং এরপর ঠেলাঠেলি শুরু হয়ে যায়। শেষপর্যন্ত পরিস্থিতি যদিও শান্ত হয়।
কেন বিপ্লব দেবের পর মানিক সাহার নামে সিলমোহর দিল বিজেপি? উত্তরে বিজেপির ওই সূত্রটি জানিয়েছে, ভদ্র এবং ভাল ব্যবহারের জন্য ত্রিপুরায় মানিকবাবুর একটা আলাদা পরিচয় বিজেপি কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে আছে। আগামী বছরই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। সেই হিসেবে কর্মী এবং সাধারণ মানুষ, দু'তরফের কাছে গ্রহণযোগ্য মুখকেই বেছে নেওয়া হল। বিপ্লব দেবকে আগামী দিনে সাংসদ হিসেবে কেন্দ্রের রাজনীতিতে বিজেপি পাঠাতে চায় বলে খবর।
Debasree Roy: ‘আপাতত রাজনীতিতে নয়’, জানালেন দেবশ্রী
SSC Scam: ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পার্থ, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মামলা থেকে সরলেন দুই বিচারপতি
Police: বয়স্কদের সঙ্গে ভাব জমিয়ে প্রতারণা! নতুন চক্র ধরল কলকাতা পুলিশ
SSC: রক্ষাকবচ দিল না হাইকোর্ট, পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে পারবে সিবিআই